Maha Kumbh | মহাকুম্ভ বিপর্যয় নিয়ে জনস্বার্থ মামলা দায়ের সুপ্রিম কোর্টে! শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে

Maha Kumbh | মহাকুম্ভ বিপর্যয় নিয়ে জনস্বার্থ মামলা দায়ের সুপ্রিম কোর্টে! শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মৌনি অমাবস্যাকে মাথায় রেখে মহাকুম্ভে (Maha Kumbh Stampede 2025) হাজির হয়েছিলেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। পুণ্যস্নানের সময় পদপিষ্ট হয়ে মারা যান অন্তত ৩০ জন, আহত অনেক। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে (Supreme Courtroom)। সম্ভবত আজই এই মামলার শুনানির জন্য প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে আবেদন করবেন মামলাকারীর আইনজীবী।

মহাকুম্ভের বিপর্যয় নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী বিশাল তিওয়ারি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। তাঁর বক্তব্য, মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার স্টেটাস রিপোর্ট আদালতে জমা দিতে হবে রাজ্যকে। পাশাপাশি দুর্ঘটনার ফলে যাদের মৃত্যু হল, বা যারা অসুস্থ তাঁরা চাইলে কর্তৃপক্ষ ও আধিকারিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারবেন।

এরই সঙ্গে আইনজীবী মামলার আর্জিতে আরও উল্লেখ করেছেন, আগামী যে কয়দিন কুম্ভমেলা চলবে, ততদিন মেলা চত্বরে উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh) সমস্ত নিজস্ব সেন্টার রাখবেন। সেই সেন্টারগুলির মূল কাজ হবে, আপদকালীন সময়ে দ্রুত সাহায্যের হাত বাড়ান। এরই পাশাপাশি সমস্ত ভাষায় রাখতে হবে বোর্ড। যাতে কারুর বুঝতে কিছু অসুবিধে না হয়। সবচেয়ে বড় কথা, কুম্ভে এবার যে বিপত্তি ঘটল, ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে প্রবেশ পথ এবং বাইরে বেরোনোর পথ আলাদা আলাদা করার পাশাপাশি, সেখানেও সুনির্দিষ্ট ব্যবস্থা রাখতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ একসঙ্গে প্রচুর মানুষ সঙ্গমের তীরে এসে পৌঁছেছিলেন। অনেকেই মাথায় ভারী মালপত্র নিয়ে এসেছিলেন স্নান করতে। নদীর তীরে লোহার বেশ কিছু ডাস্টবিন রাখা ছিল, যা ভিড়ের মধ্যে অনেকেরই দৃষ্টি এড়িয়ে যায়। তাতেই ধাক্কা খেয়ে বহু পুণ্যার্থী মাটিতে পড়ে যান। মাথায় থাকা মালপত্রও ছিটকে পড়ে। মালপত্র এবং মাটিতে পড়ে যাওয়া পুণ্যার্থীদের সঙ্গে ধাক্কা লেগে আরও অনেকে পড়ে যান। তাঁদের মাড়িয়েই এগোতে থাকেন অন্যেরা। ভিড়ের চাপে ভেঙে পড়ে অনেকগুলি ব্যারিকেড। চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ (Police) এবং কেন্দ্রীয় আধাসেনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *