Magnificence ideas | হাতে পায়ের চামড়া উঠে যাচ্ছে? সারিয়ে তুলুন ঘরোয়া টোটকায়

Magnificence ideas | হাতে পায়ের চামড়া উঠে যাচ্ছে? সারিয়ে তুলুন ঘরোয়া টোটকায়

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অনেকেরই শীতকাল ছাড়াও হাত-পায়ের চামড়া উঠতে শুরু করে। রুক্ষ হয়ে যায়। কোনও ক্রিম লাগিয়েও তেমন ফল পাওয়া যায় না। কিছুক্ষণের জন্য নরম থাকলেও, আবার একই সমস্যা। ত্বক শুকিয়ে যায় এবং খসখসে হয়ে পড়ে। হাত পায়ের এমন অবস্থা দেখতে যেমন খারাপ লাগে তেমনই অস্বস্তিকর লাগে। তবে সঠিক যত্নের মাধ্যমে এই সমস্যা সহজেই মোকাবিলা করা সম্ভব। মুখের মতন হাত-পায়ের যত্ন নেওয়াও অত্যন্ত জরুরি। তবে আপনি ঘরেই সারিয়ে তুলতে পারেন এই সমস্যা। জেনে নিন কোন উপায়ে।

গুঁড়ো দুধ, চিনি ও অলিভ অয়েল

গুঁড়ো দুধ, চিনি এবং অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি হাতের চামড়া ওঠা অংশে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর হালকা গরম জলে হাত ধুয়ে নিন। তারপর সামান্য নারকেল তেল হাতে মেখে নিন। সপ্তাহে একবার এই মিশ্রন(Magnificence ideas) ব্যবহার করলে ত্বক নরম হবে এবং সমস্যা থেকেও সহজে মুক্তি পাওয়া যাবে। ফলে সময় করে এটি ব্যবহার করতে ভুললে চলবে না।

অলিভ অয়েল বা নারকেল তেল ব্যবহার

প্রতিদিন স্নানের আগে অলিভ অয়েল বা নারকেল তেল হাতে মালিশ করে নিন। এতে ত্বকে প্রয়োজনীয় আর্দ্রতা বজায় থাকবে। স্নানের পরও নিয়মিত তেল ব্যবহার করুন। এতে হাতের খসখসে ভাব দূর হবে।

কাঁচা দুধ ও গরম জল

হাফ কাপ কাঁচা দুধ ও সম পরিমাণ গরম জল একসঙ্গে মিশিয়ে তুলো দিয়ে হাতের শুষ্ক অংশে লাগান। এটি ত্বককে নরম রাখতে সাহায্য করবে। প্রতিদিন এই পদ্ধতি ব্যবহার করলে কয়েকদিনেই ত্বকের পরিবর্তন চোখে পড়বে। তবে মনে করে রোজ ব্যবহার করতে হবে। তবেই ফল পাওয়া যাবে।

গোলাপ জল, লেবুর রস ও কাঁচা দুধের মিশ্রণ

গোলাপ জল, লেবুর রস এবং কাঁচা দুধ একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি চামড়া ওঠা অংশে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে হাত ধুয়ে ফেলুন। প্রতিদিন দু’বার এটি ব্যবহার করলে দ্রুত ফল পাওয়া যাবে। শীতকালে এই সহজ ঘরোয়া(Magnificence ideas) পদ্ধতিগুলি মেনে চললে সহজেই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *