লখনউ: প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হয়েছিল। তাই ৫ বছরের মেয়েকে তাঁদের বাড়িতে যেতে বারণ করেন উত্তরপ্রদেশের সীতাপুরের মোহিত নামের এক ব্যক্তি। সেই নিষেধ না মানায় মেয়েকে গলা টিপে খুন করেন মোহিত। তারপর দেহ কেটে টুকরো করেন। পুলিশ মোহিতকে আটক করেছে। জেরায় অপরাধ কবুল করেছেন তিনি।
পুলিশ জানিয়েছে, ২৫ ফেব্রুয়ারি এক শিশুকন্যা নিখোঁজের ডায়েরি করা হয় স্থানীয় থানায়। ডায়েরিতে পরিবারের তরফে বলা হয় বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়েছে ৫ বছরের তানি। তদন্তে নেমে ওই শিশুকন্যার দেহাংশ উদ্ধার করে পুলিশ। এরপর গ্রামে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করতেই পালিয়ে যান অভিযুক্ত তরুণ। পরে ফিরে এলে তাঁকে আটক করে পুলিশ। জেরায় ভেঙে পড়ে খুনের কথা স্বীকার করে নেন মোহিত। প্রতিবেশীর সঙ্গে আগে ভালো সম্পর্ক থাকলেও সম্প্রতি দুই বাড়ির মধ্যে চরম বিবাদ হয়েছিল। বারণ সত্ত্বেও ওই বাড়িতে খেলতে গিয়েছিল তানি। এতেই মেজাজ হারান মোহিত। বাইকে তুলে মেয়েকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে খুন করেন তিনি। পরে দেহ চার টুকরো করে পাশের সর্ষে খেতে ফেলে দেন।