সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অফিসের ব্যস্ততার মাঝে ঝটপট রোজকার রান্না সারেন গৃহিণী। তাঁর পক্ষে রোজ রান্নাঘরের টাইলসের প্রতিটি কোণ পরিষ্কার করা সম্ভব নয়। কয়েকদিন পরই চিটচিটে ময়লা। তা থেকে আবার রোগ ছড়ানোর সম্ভাবনা। তাই রান্নাঘর ভালো করে পরিষ্কার রাখা প্রয়োজন। কিন্তু পরিষ্কার করতে গিয়ে রাসায়নিক রান্নাঘরে ব্যবহার না করাই ভালো। তার পরিবর্তে ঘরোয়া কৌশলে টাইলস পরিষ্কার করতে পারেন। রইল সেই টিপস।
* বেকিং সোডা এবং জলের মিশ্রণে মাত্র ২ মিনিটে রান্নাঘর পরিষ্কার করতে পারেন। মাত্র ১০-১৫ মিনিট টাইলসে লাগিয়ে রাখুন এই মিশ্রণ। তারপর ভালো করে স্পঞ্জ কিংবা ব্রাশ দিয়ে ঘষে টাইলস পরিষ্কার করুন।
* তেল চিটচিটে টাইলস পরিষ্কার করতে ভিনিগারও দ্রুত কাজ করে। টাইলসে ৫-১০ মিনিট স্প্রে করে রাখুন। তারপর মাইক্রোফাইবার ক্লথ দিয়ে ঘষে মুছে ফেলুন।
* রোজকার রান্নাবান্নার ফলে রান্নাঘরে দুর্গন্ধ থাকে। সেই দুর্গন্ধ দূর করে রান্নাঘরকে সতেজ করতে তুলতে লেবুর রস এবং নুনের মিশ্রণের বিকল্প নেই। এই মিশ্রণের ফলে রান্নাঘর যেমন পরিষ্কার হবে, তেমন দুর্গন্ধও দূর হবে।
* অল্প পরিশ্রমে রান্নাঘর পরিষ্কার করতে চান? বাসন মাজার সাবান এবং গরম জলের মিশ্রণে রান্নাঘর পরিষ্কার করতে পারেন।
* রান্নাঘর পরিষ্কার করতে কর্নফ্লাওয়ার এবং ভিনিগারের মিশ্রণের জুড়ি মেলা ভার। এই মিশ্রণ টাইলসে লাগিয়ে শুকনো কাপড় দিয়ে ঘষে নিন। তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলুন। তাতেই পরিষ্কার হবে রান্নাঘর।
হাতে সময় কম বলে চিন্তা করবেন না। উপরোক্ত এই সহজ কৌশলে নিমেষেই রান্নাঘর পরিষ্কার করুন। আর জীবাণু সংক্রমণের হাত থেকে রেহাই পান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন