Liquor Rip-off Case | মদ কেলেঙ্কারি মামলা, ইডি’র হাতে গ্রেপ্তার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে

Liquor Rip-off Case | মদ কেলেঙ্কারি মামলা, ইডি’র হাতে গ্রেপ্তার ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের (Chhattisgarh) প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে হানা দিয়েছিল ইডি (ED)। দীর্ঘক্ষণ তল্লাশি অভিযানের পর শুক্রবার মদ কেলেঙ্কারি (Liquor Rip-off Case)  ও আর্থিক তছরুপের মামলায় তাঁর ছেলে চৈতন্য বাঘেলকে গ্রেপ্তার করল ইডি।

চৈতন্য বাঘেলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলার তদন্তের সঙ্গে জড়িত মদ কেলেঙ্কারির মামলাতে এদিন তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দুর্গ জেলার ভিলাই শহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে নতুন করে তল্লাশি অভিযান চালানো হয়। পরে চৈতন্য বাঘেলকে রাজ্যে কোটি কোটি টাকার মদ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, মদ কেলেঙ্কারি মামলাতে চৈতন্য বাঘেলের বিরুদ্ধে একাধিক তথ্য হাতে পেয়েছে ইডি৷ সে কারণেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে।

এদিন ইডি-র অভিযানের পরই কিছু দলীয় সমর্থক প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জড়ো হন৷ যদিও বাড়ির বাইরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা ছিল। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

চলতি বছরের মার্চ মাসে চৈতন্য বাঘেলের বিরুদ্ধে এই ধরনের তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন ইডি-র অভিযান চলাকালীন ভূপেশ বাঘেল এক্স-এ পোস্ট করে লেখেন, “আজ বিধানসভার শেষ দিন। আর আজই ইডি এসে পৌঁছোল আমার ভিলাইয়ের বাড়িতে।” ইডি-র দাবি, এই দুর্নীতি রাজ্য সরকারের রাজস্বে বিপুল ক্ষতি করেছে। লিকার সিন্ডিকেটের সুবিধাভোগীদের পকেটে ২,১০০ কোটিরও বেশি টাকার কালো টাকা ঢুকেছে। এই অপরাধমূলক লভ্যাংশের একটি বড় অংশ সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেলের হাতে পৌঁছেছে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *