ওয়াশিংটন: শনিবার লিগস কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব নেকাক্সকার বিরুদ্ধে চোট পেয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। রবিবার ইন্টার মায়ামি সরকারিভাবে জানিয়ে দিল, আর্জেন্টাইন মহাতারকার চোট গুরুতর নয়। আশঙ্কা করা হয়েছিল, চোটের জন্য দীর্ঘসময় মাঠের বাইরে থাকতে হতে পারে মেসিকে। কিন্তু মেডিকেল পরীক্ষার পর ইন্টার মায়ামির পক্ষ থেকে বলা হয়েছে, ‘মেসির ডান পায়ের পেশিতে হালকা চোট রয়েছে।’ তবে মেসি কতদিন মাঠের বাইরে থাকবেন, সেই নিয়ে নির্দিষ্ট করে ক্লাব কিছু বলেনি।