মুম্বই: ২০১৩ সালে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলতে প্রথমবার ভারতে এসেছিলেন লিওনেল মেসি। সব ঠিকঠাক চললে ফুটবলের বরপুত্রকে ফের এদেশে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছরের ১৩-১৫ ডিসেম্বর মেসির ভারত সফরের সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। কিন্তু মজার বিষয় হল, এবার ফুটবলের বদলে মেসিকে ক্রিকেট ব্যাট ও বল হাতে দেখা যেতে পারে! সূত্রের খবর, এবারের সফরে আর্জেন্টাইন মহাতারকার জন্য ক্রিকেট ম্যাচের আয়োজন করতে চলেছেন আয়োজকরা। যেখানে মেসির সঙ্গে দেখা যেতে পারে শচীন তেন্ডুলকার, রোহিত শর্মাকে। এমনকি সময় বার করতে পারলে মেসির সঙ্গে ক্রিকেটে যোগ দিতে পারেন বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনিও।
এবারের সফরে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ও কলকাতার ইডেন গার্ডেন্সে যাওয়ার কথা মেসির। ঐতিহাসিক ওয়াংখেড়েতেই মেসির জন্য ক্রিকেট ম্যাচ আয়োজনের ভাবনা রয়েছে আয়োজকদের। এই প্রসঙ্গে মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন, ‘মেসি ১৪ ডিসেম্বর ওয়াংখেেড় স্টেডিয়ামে যাবেন। সেখানে ওঁর জন্য ক্রিকেট ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেই ম্যাচে শচীন, রোহিত, বিরাট, ধোনিদের দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।’
এর আগে জানা গিয়েছিল, অক্টোবরে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সঙ্গে দুটি প্রদর্শনী ম্যাচ খেলতে কেরলে আসতে চলেছেন মেসি। যা কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরহিমান প্রকাশ্যে এনেছিলেন। যদিও সেই সম্ভাবনা ক্রমশ ফিকে হচ্ছে।