ফ্লোরিডা: নির্বাসিত ছিলেন লিওনেল মেসি। তাঁর অনুপস্থিতিতে আটকে গিয়েছে ইন্টার মায়ামি। শনিবার রাতে মেজর লিগ সকারে সিনসিনাটি এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র। ঠিক তার পরের দিনই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ‘কোল্ড প্লে’-র কনসার্টে হাজির লিও এবং তাঁর স্ত্রী।
আলো ঝলমলে মায়ামি স্টেডিয়ামে কনসার্টের মাঝে হঠাৎই জায়েন্ট স্ক্রিনে ফুটে উঠল মেসির মুখ। পরনে একেবারেই সাধারণ পোশাক। মুখে চেনা একচিলতে হাসি। পাশেই দাঁড়িয়ে তাঁর স্ত্রী আন্তোনেলা রোক্কুজ্জো। সেই ছবি দেখা যেতেই মেসি! মেসি! গগনভেদী গর্জনে তোলপাড় হার্ড রক স্টেডিয়াম। বোঝা দায় ‘কোল্ড প্লে’-র কনসার্ট চলছে নাকি ইন্টার মায়ামির ম্যাচ। মঞ্চ থেকে মেসি অনুরাগীদের সঙ্গে গলা মেলালেন কোল্ড প্লে’-র গায়ক ক্রিস মার্টিনও। মঞ্চে দাঁড়িয়েই বললেন, ‘আমাদের গান শুনতে আসার জন্য ধন্যবাদ লিও। তুমি বিশ্বের শ্রেষ্ঠ ক্রীড়াবিদ, একনম্বর।’ হাত নেড়ে অভিবাদন জানান আর্জেন্টাইন মহাতারকাও। এই ধরনের অনুষ্ঠানে খুব কমই দেখা যায় লিওকে। তবে এই প্রথম নয়। বছর দুয়েক আগে বার্সেলোনায় এমন এক কনসার্টে দর্শকের ভূমিকায় দেখা গিয়েছিল মেসিকে।