Life-style | কোন আসবাব কীভাবে ভালো রাখবেন? দেখে নিন টিপস

Life-style | কোন আসবাব কীভাবে ভালো রাখবেন? দেখে নিন টিপস

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রাকৃতিক ও কৃত্রিম কাঠ, ফাইবার, রট আয়রন, বেত, কাপড়—নানা উপকরণে বানানো হয় আসবাব। উপকরণ যেটাই হোক, পরিষ্কার করা প্রয়োজন প্রতিদিন। ধুলা একবার জমে গেলে সেই ক্ষতি পোষানো কঠিন। তবে এই বাড়তি ধুলাটুকু ঝাড়তেও হবে সঠিকভাবে। আবার ঋতুভেদেও আসবাবের যত্নের ধরনে আসবে ভিন্নতা। যত্ন নেওয়ার ধরন বুঝে গেলে বছরের পর বছর ভালো থাকবে ঘরের আসবাব। জেনে নেওয়া যাক সেসবেরই আদ্যোপান্ত।

১) রং করা আসবাব: পুরোনো আসবাবের ওপর অনেকেই রং করান। এতে চকচকে ভাব আসে। এ ধরনের আসবাব মোছা উচিত প্রতিদিন। সাদা রঙের আসবাবের আবার দরকার বিশেষ যত্ন। সাদা রঙের একটাই সমস্যা, সহজে ময়লা হয়ে যায়। দাগ লাগলে দেরি না করে সাবানজল দিয়ে মুছে ফেলুন। টুথপেস্ট অথবা ভিনেগার লাগিয়ে কাপড় দিয়ে ঘষলেও পরিষ্কার হয়ে যাবে। একইভাবে পরিষ্কার করে নিতে পারেন অন্য রঙের আসবাবও। শুধু ধুলা ঝাড়ার জন্য শুকনা কাপড়ই যথেষ্ট। রং করা আসবাবে কয়েক মাস পরপর অয়েল ফিনিশ (আসবাবের ওপর ব্যবহার করার জন্য একধরনের তেল) লাগাতে পারেন। আসবাবের রং ভালো থাকবে, পাশাপাশি উজ্জ্বল দেখাবে।

২) কাঠের আসবাব: কাঠের আসবাবে বার্নিশ থাকবে। এ কারণে সব সময় শুকনা ডাস্টার বা কাপড় দিয়ে ধুলা পরিষ্কার করার চেষ্টা করুন। কাঠের ওপর করা পলিশ বা বার্নিশ ভেজা কাপড়ের সংস্পর্শে এলে দ্রুত মুছে যেতে পারে। কাঠের আসবাবকে সরাসরি রোদ ও বৃষ্টি থেকে দূরে রাখতে হবে।

৩) বাঁশ-বেতের আসবাব: প্রাকৃতিক উপকরণ, যেমন বাঁশ-বেত, গোলপাতা, হোগলা দিয়েও এখন তৈরি হচ্ছে আসবাব। এ ধরনের আসবাব সরাসরি রোদের আলো ও তাপে রাখা যাবে না। সহজেই শুষ্ক হয়ে যায়। প্রতিদিন ধুলা ঝাড়ুন। প্রয়োজনে কাপড় হালকা ভিজিয়ে নিয়ে মুছতে পারেন। এতে করে কিছুটা আর্দ্রতা পাবে আসবাব। আবার স্যাঁতসেঁতে পরিবেশে এসব আসবাবের রং নষ্ট হয়ে যায়। তাই ব্যবহারে সাবধান থাকুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *