নাগরাকাটা: আতঙ্কের অবসান হল নাগরাকাটার কাঠালধুরা চা বাগানে (Nagrakata)। বন দপ্তরের পেতে রাখা খাঁচায় ধরা পড়ল এলাকায় ত্রাস হয়ে ওঠা পূর্ণবয়স্ক একটি চিতাবাঘ (Leopard Caged)। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে।
জানা গিয়েছে, চা বাগানের ১৬ নম্বর সেকশনে খাঁচাটি পাতা হয়েছিল। টোপ হিসেবে রাখা হয়েছিল ছাগল। চিতাবাঘটি খাঁচাবন্দি হওয়ার পর থেকেই শুরু করে দেয় তর্জন গর্জন। টের পেয়ে আশেপাশের শ্রমিকরা ছুটে আসেন। খবর দেওয়া হয় বন্ধ দপ্তরকে। এরপর বনকর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘটিকে নিয়ে যায়। বন্যপ্রাণ শাখার খুনিয়ে রেঞ্জের রেঞ্জার সজল কুমার দে বলেন, ‘চিতাবাঘটিকে লাটাগুড়ির প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে। সেখানে শারীরিক পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।’
স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই কাঠালধুরা চা বাগানে চিতাবাঘের উপদ্রব চলছে। গত মঙ্গলবারও বাগানের ৫ নম্বর সেকশনে কর্মরত এক শ্রমিকের সামনে একটি চিতাবাঘ এসে দাঁড়িয়ে পড়ে। আতঙ্কে ওই শ্রমিক জ্ঞান হারালেও সৌভাগ্যবশত চিতাবাঘটি কোনও ক্ষতি করেনি। এছাড়াও শ্রমিক মহল্লা ও আশপাশের গ্রামগুলিতে ঢুকে একাধিক গোরু, বাছুর ও শুয়োর তুলে নিয়ে যাওয়ার ঘটনাও পরপর ঘটছিল। বাগানের ম্যানেজার প্রদীপ কুমার বিশ্বাস বলেন, ‘কয়েকদিন আগেই কৃত্রিম সেচের কাজ করার সময় একসঙ্গে তিনটি চিতাবাঘকে কর্মীরা দেখতে পান। আমরা কোন ঝুঁকি না নিয়ে বনদপ্তরকে খবর দিই। খাঁচা পাতার ব্যবস্থা করা হয়। আরও চিতাবাঘ রয়েছে। ফের খাঁচা পাতা হবে।’ বাগানের শ্রমিকরাও জানিয়েছেন, একটি চিতাবাঘ ধরা পড়েছে। আরও অন্তত দু-তিনটি চিতাবাঘ আছে। ফলে আতঙ্ক কিন্তু পুরোপুরি কাটছে না কাঠালধুরা চা বাগানে।