Leopard Caged | অবশেষে ১০ দিন পর খাঁচাবন্দি চিতাবাঘ, হাঁফ ছেড়ে বাঁচলেন এলাকাবাসী

Leopard Caged | অবশেষে ১০ দিন পর খাঁচাবন্দি চিতাবাঘ, হাঁফ ছেড়ে বাঁচলেন এলাকাবাসী

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


শালকুমারহাট: দশদিন পর অবশেষে খাঁচাবন্দি হল চিতাবাঘ (Leopard Caged)। ফলে হাঁফ ছেড়ে বাঁচলেন এলাকাবাসী। শনিবার রাতে আলিপুরদুয়ারের (Alipurduar) শালকুমার-১ গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়ায় এলাকায় চিতাবাঘটি খাঁচাবন্দি হয়। রবিবার সকালে তা দেখতে পেয়ে খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে দ্রুত মাদারিহাটে পাঠানোর ব্যবস্থা করে বন দপ্তর (Forest division)।

স্থানীয়দের দাবি, মাঝেমধ্যেই অনেকের ছাগল, শূকর হারিয়ে যেত। ওই গ্রামের পাশেই রয়েছে জলদাপাড়া বনাঞ্চল। গত ৬ ফেব্রুয়ারি চিতাবাঘটিকে ওই এলাকায় প্রথম দেখা যায়। সেদিন বুনোটি এক গ্রামবাসীর শৌচাগারে আশ্রয় নিয়েছিল। খবর পেয়ে চিতাবাঘ ধরতে ছুটে আসেন বনকর্মীরা। জাল পেতে চিতাবাঘ ধরার চেষ্টা করলে সুপারি গাছে ধাক্কা খেয়ে এক বনকর্মী জখমও হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও দিনভর চেষ্টা করে চিতাবাঘটিকে ধরতে পারেনি বন দপ্তর। পরে সেটিকে ধরার জন্য বন দপ্তরের তরফে খাঁচা পাতা হয়। চিতাবাঘটি কবে ধরা পড়বে সেই অপেক্ষাতেই ছিলেন সকলে। এতদিন পর চিতাবাঘটি ধরা পড়ায় এলাকার মানুষের আতঙ্ক দূর হয়েছে। বন দপ্তরের তরফে জানানো হয়েছে, পরে চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *