Leopard Assault | জ্বালানি সংগ্রহ করতে গিয়ে বিপত্তি, চিতাবাঘের হামলায় জখম মহিলা

Leopard Assault | জ্বালানি সংগ্রহ করতে গিয়ে বিপত্তি, চিতাবাঘের হামলায় জখম মহিলা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


চালসা: চা বাগানে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে বিপত্তি। চিতাবাঘের হামলায় (Leopard Assault) গুরুতর জখম হলেন এক মহিলা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে মাটিয়ালি ব্লকের বড়দিঘি চা বাগানে (Bara Dighi Tea Backyard)। জখম মহিলার নাম সেরিনা বেগম। বাড়ি বিধাননগর গ্রাম পঞ্চায়েতের বড়দিঘি বস্তি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে মহিলা বড়দিঘি চা বাগানে (Tea Backyard) চা গাছের কেটে ফেলা জ্বালানি সংগ্রহ করতে গিয়েছিলেন। সেইসময় একটি চিতাবাঘ ওই মহিলার উপর তেড়ে আসে। চিতাবাঘের হানায় মহিলার মুখে ও কপালে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রাই জখম মহিলাকে উদ্ধার করে প্রথমে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে সেখান থেকে মাল সুপারস্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। ঘটনার খবর পেয়ে এদিন ওই এলাকায় যান খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে সহ বনকর্মীরা। বন দপ্তর সূত্রে জানানো হয়েছে, ওই মহিলার চিকিৎসার খরচ বহন করবে বন দপ্তর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *