মেটেলিঃ দিনদিন বাড়ছে ডুয়ার্সের চাবাগান গুলিতে চিতাবাঘের আনাগোনা। লোকালয়ে এসে কখনও সাধারণ মানুষের উপর হামলা করছে, আবার কখনও বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাচ্ছে গবাদিপশু। এতে স্বাভাবিকভাবেই আতঙ্কিত জনগণ। রবিবার রাতেও একই ঘটনা ঘটেছে মাটিয়ালি ব্লকের কিলকোট চা বাগানে।
জানা গিয়েছে, এদিন রাতে বাগানের ৫ নম্বর লাইন শ্রমিক মহল্লায় বাসু ওরাওঁ এর বাড়ির মধ্যে ঢুকে পড়ে একটি চিতা বাঘ। ছাগলের ঘরের টিনের বেড়া ভেঙে চিতাবাঘটি একটি ছাগলকে ধরে। ছাগলের চিৎকার শুনে বাড়ির লোকেরা চিতাবাঘের উপস্থিতি টের পেয়ে যান। ওই সময় বাড়ির লোকজন টের পেয়ে চ্যাঁচামেচি শুরু করলে ছাগলটিকে রেখে পালিয়ে যায় চিতাটি। যদিও ওই চিতার আক্রমণে গুরুতর জখম ছাগলটি মারা যায়। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই এলাকার জনগণ।
স্থানীয়রা জানিয়েছে, মাঝেমধ্যেই চিতাবাঘ রাতের অন্ধকারে খাদ্যের সন্ধানে চা বাগানের শ্রমিক মহল্লায় ঢুকে পড়ছে। চিতাবাঘ ধরতে বনদপ্তরের তরফে বাগানে খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা। বনদপ্তরের তরফে এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগেও কিলকোট চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় একাধিক চিতাবাঘ বন্দিও হয়েছে।