উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর অভিযানে গ্রেপ্তার দুই লস্কর-ই-তৈবা জঙ্গি। সেনা, পুলিশ এবং সিআরপিএফ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে। ধৃতদের থেকে দুটি একে-৫৬ রাইফেল, চারটি ম্যাগাজিন, দুটি হ্যান্ড গ্রেনেড এবং গোলাবারুদ উদ্ধার হয়েছে। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ইরফান বশির এবং উজাইর সালাম নামে দুই লস্কর জঙ্গি আত্মসমর্পণ করেছে।
পহলগামের বৈসরান উপত্যকায় হামলার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরদার অভিযান চলছে জম্মু ও কাশ্মীরে। ইতিমধ্যে বেশকিছু জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। শোপিয়ানে যৌথ অভিযানে দুই লস্কর জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই জঙ্গিরা সংঘর্ষ এড়াতে আত্মসমর্পণ করেছে।
পুলিশের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘বাসকুচানে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। কাছাকাছি একটি বাগানে জঙ্গিদের গতিবিধি লক্ষ্য করা গিয়েছে। বাহিনীর দ্রুত পদক্ষেপে দুই হাইব্রিড লস্কর জঙ্গি আত্মসমর্পণ করেছে।’
এই মাসের শুরুতে শোপিয়ানের কেলার এবং পুলওয়ামার ত্রালের নাদার এলাকায় দুটি পৃথক সংঘর্ষে ছয় জঙ্গি নিহত হয়েছিল। নিহতদের মধ্যে শহিদ কুট্টে ছিল লস্করের শীর্ষ কমান্ডার ছিলেন।