উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ১২ সেপ্টেম্বর গভীর রাতে পশ্চিম সিকিমের ইয়াংথাঙ এলাকার আপার রিম্বিতে ভয়ঙ্কর ভূমিধসের ঘটনা ঘটে। সূত্রের খবর, এই ভূমিধসের ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। একজনের গুরুতর আহত হওয়ার খবর রয়েছে। ঘটনার দরুন নিখোঁজ রয়েছেন বেশ কয়েক জন।
ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার গেইজিং শেরিং শেরপা জানান, ধসের কারণে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উদ্ধারকার্য চালাচ্ছে পুলিশ ও এসএসবি জওয়ানেরা। উদ্ধারকার্যে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। ঘটনাস্থল থেকে ২ জন মহিলাকে জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে। তড়িঘড়ি তাঁদের দুজনকেই জেলা হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে একজনের। এলাকাটি পাহাড়ি এবং দুর্গম এলাকা হওয়ায় উদ্ধারকার্যে বাধা পড়ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ।