লালবাগ: বছরভর দেশি-বিদেশি পর্যটকদের সমাগম ঘটে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র মুর্শিদাবাদের লালবাগ শহরে। আর এদিন এই শহরের বুকেই মধুচক্রের পর্দা ফাঁস করল পুলিশ। সূত্রের খবর, শহরের মধ্যে বাড়ি ভাড়া নিয়ে মধুচক্রের আসর বসিয়েছিল বহিরাগতরা। এই কাজে বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা মহিলাদের কাজে লাগানো হত।
এদিন গোপন সূত্রের খবরের ভিত্তিতে শহরের অভিজাত এলাকার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে উদ্ধার করা হয় ৪ মহিলাকে। গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিক সুব্রত দে-কেও। জানা গিয়েছে, উদ্ধার হওয়া মহিলাদের বাড়ি উত্তর ২৪ পরগনা সহ মেদিনীপুর ও হাওড়া এলাকায়। এ বিষয়ে মুর্শিদাবাদ পুলিশের এক উচ্চপদস্থ অধিকারিক জানান,”জেলা পুলিশ পর্যটন শহরকে স্বচ্ছ রাখতে বদ্ধপরিকর। সেইমতো অভিযান চালিয়ে মহিলাদের উদ্ধার করা হয়েছে। গৃহকর্তাকে জেরা করে এই সংক্রান্ত আরও নানান তথ্য জানার চেষ্টা চলছে।”