রাহুল মজুমদার, শিলিগুড়ি: নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে পাচারের আগে ট্রেন থেকে ৫৬ জন তরুণী উদ্ধারের (Ladies Trafficking) ঘটনায় এবার পদক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন (Nationwide Fee for Ladies)। সম্প্রতি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়েছে মহিলা কমিশন। এর পাশাপাশি আগামী ২০ অগাস্ট উদ্ধার হওয়া আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার বাসিন্দা ওই তরুণীদের সঙ্গে দেখা করবে কমিশনের একটি প্রতিনিধিদল। ওইদিনই এনজেপি স্টেশনে জিআরপি, আরপিএফ, রেলের আধিকারিকদের সঙ্গে বৈঠকও করবেন প্রতিনিধিদলের সদস্যরা।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, কমিশনের সদস্য ডঃ অর্চনা মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আসবে। পাশাপাশি ওইদিনই রেল ও জাতীয় মহিলা কমিশনের যৌথ উদ্যোগে মানব পাচারের ওপর একটি কর্মশালা করা হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে এনজেপি-র এডিআরএম অজয় সিং বলেন, ‘জাতীয় মহিলা কমিশনের একটি দল আসছে। শিলিগুড়িতে বৈঠক এবং কর্মশালা রয়েছে।’
কয়েকদিন আগেই কাজ দেওয়ার নামে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে তরুণীদের ট্রেনে করে তামিলনাডুতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও আরপিএফ এবং জিআরপির যৌথ অভিযানে ওই ৫৬ জন তরুণীকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় দুজনকে। পরে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। কেন্দ্রীয় সরকারের একটি জনকল্যাণমূলক প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দিয়ে ওই তরুণীদের অন্য রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। পরে ওই তরুণীদের মধ্যে একজন ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনা জানাজানি হতেই রেলের থেকে রিপোর্ট তলব করেছিল জাতীয় মহিলা কমিশন। রিপোর্ট পাওয়ার পরেই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কমিশন। এমন ঘটনায় কমিশন উদ্বিগ্ন বলে চিঠিতে জানানো হয়। ওই চিঠিতেই কমিশন জানিয়েছে, আগামী ২০ তারিখ একটি প্রতিনিধিদল শিলিগুড়িতে আসবে। পরে উদ্ধার হওয়া ৫৬ জন তরুণীর সঙ্গে দেখা করবে। যদিও এই ঘটনার দিনকয়েক পরেই শিলিগুড়ি জংশন এলাকা থেকে পাচারের আগে একটি বাস থেকে আরও বেশ কয়েকজন তরুণীকে উদ্ধার করে পুলিশ। যদিও কমিশনের প্রতিনিধিদল সেই সব তরুণীদের সঙ্গে দেখা করবে কি না, সেই বিষয়ে কিছু জানা যায়নি।