Ladies Military | আজ বিশ্বভ্রমণে বেরোচ্ছেন ভারতের মহিলা সেনারা

Ladies Military | আজ বিশ্বভ্রমণে বেরোচ্ছেন ভারতের মহিলা সেনারা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


নয়াদিল্লি : শুধু মহিলাদের (WOMAN) নিয়ে গঠিত ভারতীয় সেনাবাহিনীর (ARMY) একটি দল বিশ্বভ্রমণে বেরোচ্ছে। ভারতীয় সশস্ত্র বাহিনীর ইতিহাসে এবারই প্রথম শুধু মহিলাদের নিয়ে দল গঠন করে পৃথিবী প্রদক্ষিণে পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার মুম্বই থেকে ৫০ ফুট লম্বা পালতোলা জাহাজ ‘ত্রিবেণী’তে চড়ে যাত্রা শুরু হবে দলটির।

ভূপর্যটক ওই দলে রয়েছেন সেনা, নৌ ও বায়ুসেনার (Air Pressure) মোট ১০ জন মহিলা অফিসার। একটানা দু’আড়াই বছরের কঠিন প্রশিক্ষণের পর বিশ্বভ্রমণে যাচ্ছেন তাঁরা। প্রশিক্ষণের অংশ হিসাবে ইতিমধ্যে তাঁরা সেশেলস পর্যন্ত ১০ হাজার নটিক্যাল মাইল সফরও করেছেন।

এই অভিযানের নেতৃত্বে রয়েছেন ২১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন লেফটেন্যান্ট কর্নেল অনুভা বরুডকার। দলের অন্যতম সদস্য স্কোয়াড্রন লিডার শ্রদ্ধা রাজু জানিয়েছেন, ‘এই ভ্রমণ কেবল নারীশক্তির প্রতীক নয়, একই সঙ্গে তিন বাহিনীর ঐক্যের উদাহরণও বটে।’ তিনি বলেন, আগামীকাল থেকে শুরু হতে যাওয়া অভিযানে দলটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকার একাধিক বন্দর ছুঁয়ে যাবে। বিশ্বভ্রমণের পথে দলকে দু’বার বিষুবরেখা অতিক্রম করতে হবে এবং পেরোতে হবে বিপজ্জনক ড্রেক প্যাসেজ সহ অন্তত তিনটি অন্তরীপ। বিশ্বভ্রমণ শেষ করে ২০২৬ সালের মে মাসে দেশে ফেরার কথা দলটির।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *