উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পূর্ণ রাজ্যের দাবিতে বুধবার সকাল থেকে তুমুল বিক্ষোভ লাদাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্ফু জারি করেন উপরাজ্যপাল কবীন্দ্র গুপ্ত।। এমতাবস্থায় কেমন আছে লাদাখ? গত পরশু দিনভর তুমুল উত্তেজনা থাকলেও, বৃহস্পতিবার থেকে নতুন করে আর কোনও উত্তেজনা ছড়ায়নি। শুক্রবার সকালেও কড়া নিরাপত্তার মধ্যে গোটা শহর। ফলে লেহ সহ গোটা লাদাখ কার্যত থমথমে। এদিকে কেন্দ্রও লাদাখের পরিস্থিতি সামলাতে পাঠিয়েছে ‘বিশেষ দূত।’
The publish Ladakh | পৌঁছল কেন্দ্রের ‘বিশেষ দূত!’ কোন পরিস্থিতি লাদাখে? appeared first on Uttarbanga Sambad.