বালুরঘাট: বালুরঘাটের রঘুনাথপুর মন্দির সংলগ্ন আত্রেয়ী নদীর ঘাট থেকে নিখোঁজ দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। নদীর ঘাট থেকে উদ্ধার হয়েছে ছাত্রের স্কুল ব্যাগ, মোবাইল ফোন ও সাইকেল। নিখোঁজ ছাত্রটি নদীতে ঝাঁপ দিয়েছে নাকি অন্যত্র লুকিয়ে রয়েছে তা নিয়ে সন্দিহান বালুরঘাট থানার পুলিশ। তবে বর্ষায় ভরা আত্রেয়ী নদীতে তল্লাশি শুরু হয়েছে। প্রয়োজনে নামানো হতে পারে ডুবুরি।
পড়ে থাকা ব্যাগ খুলে জানা গিয়েছে ছাত্রের নাম কৃতীমান বর্মন। সে বালুরঘাট হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। স্থানীয় বাসিন্দা টগরি মহন্ত জানান, “বিকেল থেকে ওই ছেলেটি নদীর ঘাটেই ঘোরাঘুরি করছিল। পরে ব্যাগ ও সাইকেল রেখে উধাও হয়ে যায়। নদীতে জল অনেক বেড়েছে, আমাদের মনে হচ্ছে সে নদীতে ঝাঁপ দিয়েছে।”পুলিশ জানিয়েছে, আত্রেয়ীর জলে প্রবল স্রোত থাকায় খোঁজ শুরু হয়েছে। ডুবুরিদের খবর দেওয়া হয়েছে এবং তল্লাশি চলছে। Lacking