মুম্বই : মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠছে কমেডিয়ান কুণাল কামরার বিরুদ্ধে। সেই ঘটনায় মঙ্গলবার তাঁকে তলব করল মুম্বইয়ের খার থানার পুলিশ। সকাল ১১টায় তাঁকে তদন্তকারী আধিকারিকের সামনে হাজির হতে বলা হয়েছে। কামরা শহরে না থাকলেও তাঁর মুম্বইয়ের বাসভবনে নোটিশ পাঠিয়েছে পুলিশ। কামরার বিরুদ্ধে রুজু হয়েছে মানহানির মামলা।
বিজেপি-নেতৃত্বাধীন সরকারের একজন কট্টর সমালোচক কামরা হ্যাবিট্যাট কমেডি ক্লাবে ‘দিল তো পাগল হ্যায়’ ছবির একটি গানের প্যারোডি পরিবেশন করেন। গানের কলি বদলে তিনি গেয়েছিলেন, ‘মেরি নজর সে তুম দেখো তো গদ্দার (বিশ্বাসঘাতক) নজর ভো আয়ে।’ এর পাশাপাশি শারীরিক গঠনেরও বর্ণনা দেন তিনি। মনে করিয়ে দেন, গুয়াহাটিতে বিধায়কদের নিয়ে লুকিয়ে থাকার কথা। মন্তব্যের কোথাও শিন্ডের নাম না নিলেও কামরা যে উপমুখ্যমন্ত্রী শিন্ডেকে নিশানা করছেন, তা বুঝতে কারও অসুবিধা হয়নি।
সেই ভিডিও (যদিও তার সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন শিবসেনার (শিন্ডে গোষ্ঠী) কর্মী-সমর্থকরা। মুম্বইয়ের যে হোটেলে ওই স্ট্যান্ড-আপ কমেডি শো অনুষ্ঠিত হয়েছে, সেখানে ভাঙচুর চালিয়েছেন তাঁরা। বিতর্কিত মন্তব্যের জন্য কুণাল কামরাকে ক্ষমা চাইতে হবে, এই দাবি তুলেছে শিবসেনা (শিন্ডে গোষ্ঠী)। যদিও কামরা স্পষ্ট বলে দিয়েছেন, ‘আমি ক্ষমা চাইব না।’
The submit Kunal Kamra summoned by police | একনাথ শিন্ডেকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কুণাল কামরাকে তলব মুম্বই পুলিশের appeared first on Uttarbanga Sambad.