Kunal Ghosh | ‘শুধু জুতো পালিশ নয়, হনুমানের মতো পারফর্মও করতে পারি’ কেন এমন বললেন কুণাল?

Kunal Ghosh | ‘শুধু জুতো পালিশ নয়, হনুমানের মতো পারফর্মও করতে পারি’ কেন এমন বললেন কুণাল?

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এমতাবস্থায় ফের বিস্ফোরক পোস্ট তৃণমূল নেতা কুণাল ঘোষের (TMC Chief Kunal Ghosh)। নিজের ফেসবুকে লিখলেন বেশকিছু বেসুরো কথা! তাহলে কি দলের সঙ্গে ফের কোনও কারণে মতানৈক্য কুণালের? তারই বহিঃপ্রকাশ ফেসবুকে? শুরু হল জল্পনা।

গতকাল ফেসবুকে (Fb) কুণাল লেখেন, ‘এই পোস্টটি বিশেষভাবে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সদস্য, বিভিন্ন গ্রুপ বা ব্যক্তিদের জন্য যাঁরা নিঃস্বার্থভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে সোশ্যাল মিডিয়ায় লড়াই করে যান। বেশ কয়েকজন ইউ টিউবারও তাঁদের চ্যানেল নিয়ে লড়ছেন। অনেক প্রতিষ্ঠিত নেতারাও যখন ইস্যুভিত্তিতে নীরব থাকেন, এই সৈনিকরা দল, জননেত্রী ও রাজ্য সরকারের পক্ষে সক্রিয় থাকেন। এক সহযোদ্ধার পক্ষ থেকে আপনাদের জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা। ভালো থাকুন। লড়াইটা জারি থাকুক দলের স্বার্থে। আপনাদের পোস্ট, লাইক, শেয়ার, কমেন্ট আজ দলের একটা বড় অস্ত্র। দলের পক্ষে যেটা ভালো, যেটা শুভ, আপনারা তাকে নিঃস্বার্থে, নিঃশর্তে বৃহত্তর সমাজে স্বতঃস্ফূর্তভাবে তুলে ধরেন। আপনাদের অনেকের পোস্ট আমাদের সমৃদ্ধও করে।’

তাঁর এই পোস্ট নিয়ে যখন গোটা রাজ্যে কার্যত ঝড় উঠেছে, ঠিক তখনই সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন তৃণমূল নেতা। তাঁর কথায়, ‘কেউ যদি আমাকে ভালো কথা বলেন, আমি তাঁর জুতো পালিশ করে দিতে পারি। কিন্তু যদি কেউ মনে করে ল্যাজে আগুন দেবে, তাহলে তো হনুমানের মতোই পারফর্ম করতে হয়। ওঠাপড়া সবই জীবনের অঙ্গ। এই যে আরজি কর অধ্যায়, সেটা আমাদের কাছে অত্যন্ত শিক্ষণীয়। অনেক প্রতিষ্ঠীত নেতা, তাঁরা মুখ খোলা দূর, সামাজিক মাধ্যমে পোস্ট পর্যন্ত করেননি।’

যদিও এই প্রথম নয়। এর আগেও একাধিকবার বেসুরো মন্তব্য করেছেন কুণাল। তাঁর এই মন্তব্যের জন্য বিপাকে পড়তে হয়েছে দলকে। এবার ফের একবার কুণালের পোস্ট দেখে রাজনীতির কারবারি থেকে সাধারণ মানুষ একটা প্রশ্নই করছেন তাহলে কি দলের সঙ্গে কুণালের দূরত্ব তৈরি হয়েছে? নাকি ভোট বাজারে তিনিও দলবদলের চিন্তাভাবনা করছেন?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *