উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু নিয়ে একটা সময় প্রচুর জলঘোলা হয়েছিল। নানারকম ষড়যন্ত্রের প্রসঙ্গ উঠে এসেছিল। তবে প্রায় পাঁচ বছর পর মামলার অন্তিম রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। তাতে বলা হয়েছে, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত। তবে বন্ধু সুশান্তের মৃত্যুর বিষয়ে মুখ খোলায় একটা সময় কঠিন পরিস্থিতির মধ্যে যেতে হয়েছিল মডেল-অভিনেত্রী ক্রিসান ব্যারেটোকে (Krissann Barretto)। সম্প্রতি সেই বিষয়টি প্রকাশ্যে এনেছেন তিনি।
ক্রিসান জানিয়েছেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছিলেন তিনি। তারপর অনেক কাজ হাতছাড়া হয়েছিল তাঁর। অভিনেত্রী বলেন, ‘ভারতে, যদি আপনি একজন অভিনেতা হন তাহলে আপনি শোকপ্রকাশ করতে পারবেন না। প্রয়াত বন্ধুর জন্য কিছু বললেও লোকেরা ভাবে যে সকলের দৃষ্টি আকর্ষণের জন্য পোস্ট করা হয়েছে। ক্যামেরার সামনে কাজ করি বলে ভেবে নেয় যে আমরা সবসময় অভিনয়ই করছি। প্রকৃত আবেগের কোনও জায়গাই নেই।’
তিনি আরও জানান, সুশান্তের মৃত্যুর তদন্ত নিয়ে কথা বলায় তাঁকে এই বিষয় থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। কারণ সেই সময় দেশ জুড়ে এই মৃত্যু নিয়ে বিতর্ক হয়েছিল। ক্রিসানের কথায়, ‘আমি আমার কেরিয়ার, জীবন ঝুঁকির মুখে ফেলেছিলাম। এমনকি, এই ঘটনা নিয়ে মুখ খোলায় আমার বাবা-মাও বিরক্ত হয়েছিলেন। কেউ বোকা নয় যে, দৃষ্টি আকর্ষণের জন্য নিজের জীবন এমন ঝুঁকির মুখে ফেলবে। আপনি যখন এইরকম ঝুঁকি নেবেন, তখন আপনার জন্য বহু দরজা বন্ধ হয়ে যাবে। আমার সঙ্গেও এমনটাই হয়েছিল। আমাকে কাজ থেকে বঞ্চিত করা হয়েছিল। সুশান্তের মৃত্যু নিয়ে কথা বলে আমি অনেক কিছুই হারিয়েছি, তবে কিছু পাইনি। কিন্তু আমি এটা আমার বন্ধুর জন্য করেছিলাম, খ্যাতির জন্য নয়। তাই আমি কী হারিয়েছি, তাতে আমার কিছু যায় আসে না।’