Kolkata | ক্রিকেট-ফুটবল-বলিউডের অভিনব ককটেল! কোটলায় একমঞ্চে মেসি-শুভমান-বিরাট-শাহরুখ

Kolkata | ক্রিকেট-ফুটবল-বলিউডের অভিনব ককটেল! কোটলায় একমঞ্চে মেসি-শুভমান-বিরাট-শাহরুখ

শিক্ষা
Spread the love


অরিন্দম বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ক্রিকেট-ফুটবল-বলিউডের অভিনব ককটেল! ভারতীয় ক্রীড়ার আঙিনায় এমন ককটেল অতীতে কেউ কখনও দেখেছ বলে মনে হয় না। আগামীদিনেও কি দেখবে? জবাব সময়ের গর্ভে।

তার আগে রাতের দিকে কিংবদন্তি লিওনেল মেসির ভারত সফর নিয়ে অভিনব খবর সামনে এসেছে আজ। জানা গিয়েছে, ডিসেম্বরে মেসির ভারত সফরের অন্তিম পর্বে, রাজধানী দিল্লির ঐতিহাসিক ক্রিকেট মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে একমঞ্চে দেখা যাবে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল, বিরাট কোহলি ও বলিউডের বাদশা শাহরুখ খানকে। তাঁদের নিয়ে ডিসেম্বরে দিল্লিতে (সম্ভবত ১৫ ডিসেম্বর) অরুণ জেটলি স্টেডিয়ামে হতে চলেছে এক অদ্ভুত আসর। যেখানে মেসি-শুভমান-কোহলিরা ছাড়াও দেশের নানা সেলেব্রিটিকেও দেখার সম্ভাবনা রয়েছে।

কলকাতা দিয়ে মেসির ভারত সফর শুরু হওয়ার কথা। পরে আহমেদাবাদ, মুম্বই হয়ে দিল্লি যাবেন মেসি। আয়োজকরা চেয়েছিলেন ক্রিকেট-ফুটবল-বলিউডের ককটেল ইডেন গার্ডেন্সে আয়োজন করতে। কিন্তু সেই ভাবনা বাস্তবায়িত করার পথে বড় বাধা ভারতীয় সেনা। কারণ, ইডেন গার্ডেন্স ভারতীয় সেনার আওতায় বলে সেখানে কোনও বাণিজ্যিক বিনোদনমূলক অনুষ্ঠান করা যায় না। তাই মেসির ইডেন দর্শন নিয়েও রয়েছে সংশয়। আজ সন্ধ্যায় সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এব্যাপারে আলোচনা হলেও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। হয়তো ইডেনের বদলে মেসি হাজির হবেন যুবভারতী ক্রীড়াঙ্গনে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *