Kishanganj Municipality | কিশনগঞ্জ পুরসভায় মদের আসর! অভিযুক্ত পুরকর্মীদের সাময়িক বরখাস্ত করল কর্তৃপক্ষ   

Kishanganj Municipality | কিশনগঞ্জ পুরসভায় মদের আসর! অভিযুক্ত পুরকর্মীদের সাময়িক বরখাস্ত করল কর্তৃপক্ষ   

শিক্ষা
Spread the love


কিশনগঞ্জঃ মদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ বিহার রাজ্যে। আর সেই বিহারের কিশনগঞ্জ পুরসভাতেই নিত্যদিন বসত মদের আসর। মদ্যপানের এমনই এক ভিডিও ফুটেজ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে শহরজুড়ে। এই মদের আসর জনাকয়েক পুরকর্মীর মদতেই বসত বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করেছে পুর কর্তৃপক্ষ।

অভিযোগ, কিশনগঞ্জ পুরসভার একতলায় অফিস ছুটির পর প্রায়ই মদের আসর বসাতেন জনাকয়েক পুরকর্মী। সেই মদ্যপানের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় কিশনগঞ্জ শহরজুড়ে। প্রশ্ন উঠে, বিহারে মদ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কীভাবে পুরসভার অফিসেই মদ্যপানের আসর বসে কর্মীদের মদতে? এই ঘটনায় বিপাকে পড়ে গিয়ে ঘটনার তদন্তের নির্দেশ দেন খোদ চেয়ারম্যান ইন্দ্রদেব পাসওয়ান। পুরসভার এক্সিকিউটিভ অফিসার প্রবীণ কুমারের নেতৃত্বে একটি তইন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটির সদস্যরা ভিডিও ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করে মঙ্গলবার রাতেই অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়। অভিযোগ প্রমানিত হলে তাদের চাকরি থেকেই বরখাস্ত করা হতে পারে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম প্রকাশ করেনি পুরকর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *