Kishanganj | আয়কর দপ্তরের পর এবার জিএসটি টিমের অভিযান কিশনগঞ্জের ব্যবসায়ীর অফিস-হোটেল-ফ্যাক্টরিতে 

Kishanganj | আয়কর দপ্তরের পর এবার জিএসটি টিমের অভিযান কিশনগঞ্জের ব্যবসায়ীর অফিস-হোটেল-ফ্যাক্টরিতে 

শিক্ষা
Spread the love


কিশনগঞ্জ: কিশনগঞ্জ শহরের বুকে দফতরি গ্রুপ অফ কোম্পানির বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে শুক্রবার থেকে লাগাতার ৪৮ ঘন্টা ধরে আয়কর দপ্তরের বিশেষ অভিযান চলছে। এই আবহেই শনিবার দুপুরে পাটনা থেকে আগত জিএসটি টিমের সদস্যরা আলাদাভাবে এই প্রতিষ্ঠানগুলিতে অভিযান শুরু করেছে।

অপরদিকে এই ঘটনার প্রেক্ষিতে নেমচাদ রোড ও ভগতটোলী রোডের দফতরি কমপেক্সে এই মুহূর্তে কার্যত শ্মশানের নীরবতা। এইদিন পশ্চিমপালীর এই গ্রুপের বিলাসবহুল আবাসিক হোটেল, বাইকের শোরুম, নেমচাঁদ ও ভগত টোলি রোডের একাধিক মল, চা পাতার অত্যাধুনিক শো রুম বন্ধ ছিল। এলাকায় মোতায়েন রয়েছে আধা-সামরিক বাহিনী। এমনকি সেখানে সংবাদমাধ্যমের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।

তবে এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক ও কর্মীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মোবাইল সুইচ অফ পাওয়া যায়। সূত্রের খবর, এদের মোবাইল সিজ করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই অভিযান সম্পর্কে কোনও সংশ্লিষ্ট আধিকারিকের মন্তব্য পাওয়া যায় নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *