Kirana Hills | ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত পাক পরমাণু ঘাঁটি! নয়া উপগ্রহচিত্রে হইচই

Kirana Hills | ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত পাক পরমাণু ঘাঁটি! নয়া উপগ্রহচিত্রে হইচই

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ‘অপারেশন সিঁদুর’-এর সময় কিরানা হিলসে হামলা চালিয়েছিল ভারত, সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি করেছেন উপগ্রহচিত্র বিশ্লেষক ড্যামিয়েন সাইমন। তাঁর দাবি, ভারতের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছিল কিরানা হিলসে। এই দাবি নিয়ে অবশ্য এখনও নয়াদিল্লি কিংবা ইসলামাবাদ মুখ খোলেনি।

পঞ্জাব প্রদেশের কিরানা হিলসে পরমাণু অস্ত্রের ঘাঁটি তৈরি করেছে পাকিস্তান। ‘অপারেশন সিঁদুর’-এর পর কিরানা হিলস ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এয়ার মার্শাল এ কে ভারতী অবশ্য বলেছিলেন, ‘কিরানা হিলসে যে পরমাণু ঘাঁটি রয়েছে এই তথ্য দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। এমন কোনও তথ্য আমাদের কাছে নেই। তবে কিরানা হিলসে আমরা হামলা চালাইনি।’

যদিও ড্যামিয়েন সাইমন বলছেন অন্য কথা। তাঁর দাবি, মে মাসে ওই এলাকার ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলি উপগ্রহচিত্রে পরিষ্কার দেখা যাচ্ছে। উপগ্রহচিত্র দেখিয়ে তিনি লিখেছেন, ‘পাকিস্তানের সারগোধা অঞ্চলের যে উপগ্রহচিত্র ২০২৫ সালের জুন মাসে গুগল আর্থে ধরা পড়েছে, তা থেকে দু’টি বিষয় বোঝা যাচ্ছে। প্রথমত, মে মাসে ভারতের হামলার পর কিরানা হিলসের প্রভাবিত এলাকা এবং দ্বিতীয়ত, ভারতের হামলার পর সারগোধা বিমানঘাঁটিতে মেরামত করা রানওয়ে।’ যদিও এবিষয়ে ভারত বা পাকিস্তান, কেউই মুখ খোলেনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *