উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি বছর ফেব্রুয়ারি মাসেই সুখবর দিয়েছিলেন তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) ও কিয়ারা আদবানি (Kiara Advani)। সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন, নতুন সদস্য আসতে চলেছে তাঁদের সংসারে। এরপর থেকে মাঝেমধ্যেই হাসপাতালের বাইরে দেখা গিয়েছে দম্পতিকে। প্রতি মুহূর্তে কিয়ারাকে আগলে রেখেছেন সিদ্ধার্থ। গত মে মাসে মেট গালার মঞ্চে দেখা গিয়েছিল কিয়ারাকে। যেখানে স্পষ্ট ছিল তাঁর বেবিবাম্প। তারপর থেকে আর কিয়ারাকে দেখা যায়নি। তবে শনিবার দুপুরে স্বামী ও শাশুড়ির সঙ্গে মুম্বইয়ের এক হাসপাতালে দেখা গিয়েছে তাঁকে। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। এরপর থেকেই কৌতূহল জেগেছে অনুরাগীদের মনে। তবে কি শীঘ্রই ভূমিষ্ঠ হতে চলেছে সিদ্ধার্থ ও কিয়ারা সন্তান?
প্রতিবারের মতো এদিন দুপুরেও কিয়ারাকে আগলে হাসপাতালের ভেতরে নিয়ে যান সিদ্ধার্থ। সামনে ছাতা থাকায় কিয়ারার মুখ স্পষ্ট ছিল না। এদিন সঙ্গে ছিলেন সিদ্ধার্থের মা ও কিয়ারার বাবাও। এদিন যদিও সিদ্ধার্থের মুখে উদ্বেগের ছাপ ছিল স্পষ্ট। যদিও তাঁর মা অর্থাৎ কিয়ারার শাশুড়ি মায়ের মুখে ছিল হাসি। মনে করা হচ্ছে, সন্তান জন্ম নেওয়ার আগে রুটিন চেকআপেই গিয়েছিলেন অভিনেত্রী।
উল্লেখ্য, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সিদ্ধার্থ ও কিয়ারা। রাজস্থানের জয়সলমেরে বসেছিল তাঁদের বিয়ের আসর। বিয়ের দু’বছরের মধ্যেই সন্তান আগমনের সুখবর শোনান দম্পতি। তবে এবার তাঁদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষাতেই রয়েছেন অনুরাগীরা।