Khoribari | মামাতো বোনের সঙ্গে যেতেই বিপত্তি! এসএসবি জওয়ানের দ্বারা ধর্ষিতা তরুণী

Khoribari | মামাতো বোনের সঙ্গে যেতেই বিপত্তি! এসএসবি জওয়ানের দ্বারা ধর্ষিতা তরুণী

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


খড়িবাড়ি: রক্ষকই ভক্ষক! মামাতো বোনের ফাঁদে পড়ে এসএসবি জওয়ান দ্বারা ধর্ষিতা (Rape) এক তরুণী! তরুণী গুরুতর অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন (North Bengal Medical Faculty)। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গ্রেপ্তার অভিযুক্ত মামাতো দিদি ( মৌসুমী সিংহ )। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক এসএসবি জওয়ান (SSB)। ধৃতের নাম কাশীন্দ্র প্রসাদ। সে বর্তমানে নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নে জওয়ান পদে কর্মরত।

ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকার ঘটনাকে কেদ্র করে ব্যাপক চাঞ্চল্য। নির্যাতিতার পরিবার সূত্রে জানা যায়, ওই তরুণীর বাবা কর্মসূত্রে ভিনরাজ্যে থাকে। তরুণী ও তার মা পানিট্যাঙ্কি সংলগ্ন একটি গ্রামে তার দাদুর বাড়িতে থাকে। তরুণীর দিদিমা খড়িবাড়ি থানায় অভিযোগ করতে এসে জানান, শুক্রবার সকালে তরুণীর মামাতো দিদি তাকে বাড়ি থেকে নিয়ে যায়। তাকে নিয়ে পানিট্যাঙ্কির একটি হোটেলে ওঠে সে। হোটেলের একটি রুমে তাকে এক ব্যক্তি তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সে দুপর বেলা একাই বাড়ি ফিরে আসে। চুপ করে বিছানায় শুয়ে ছিল। বিছানা রক্তে ভেসে যাচ্ছিল। জিজ্ঞাসার পর সে সমস্ত ঘটনা তার দিদিমাকে খুলে বলে।

পরিবারের লোকেরা গুরুতর অবস্থায় তরুণীকে প্রথমে বাতাসি হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেছে। গতকাল রাতে পরিবারের লোকেরা খড়িবাড়ি থানায় অভিযোগ অভিযোগ দায়ের করে। খড়িবাড়ি পুলিশ অভিযোগ পাওয়া মাত্র ঘটনার তদন্ত শুরু করে। পানিট্যাঙ্কির বিভিন্ন হোটেলে খোঁজখবর শুরু করে তারা। অভিযুক্ত মামাতো দিদি মৌসুমী সিংকে গ্রেপ্তার করার পর ধর্ষকের খোঁজ শুরু করে পুলিশ। শনিবার সকালে অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করা হয়। এদিন দুপুরে ধৃত মামাতো দিদি ও অভিযুক্ত ধর্ষককে (এসএসবি জাওয়ান) শিলিগুড়ি মহকুমা আদালতে (Siliguri Court docket) পাঠিয়েছে খড়িবাড়ি থানার পুলিশ (Khoribari Police Station)। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নির্যাতিতার পরিবার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *