Khoribari | বাড়ির মধ্যেই চলছে নিষিদ্ধ মাদকের কারবার! আচমকা হানা পুলিশের, তারপর?

Khoribari | বাড়ির মধ্যেই চলছে নিষিদ্ধ মাদকের কারবার! আচমকা হানা পুলিশের, তারপর?

ব্লগ/BLOG
Spread the love


খড়িবাড়ি: বাড়ির মধ্যেই রমরমিয়ে চলছে মাদক কারবার। সেই বাড়িতেই আচমকা হানা পুলিশের! মাদক হাতবদলের আগেই পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ। হাতেনাতে গ্রেপ্তার করল ৩ মাদক কারবারিকে। ঘটনায় শোরগোল পানিট্যাঙ্কি সংলগ্ন গন্ডগোলজোত এলাকায় (Khoribari)

সোমবার গভীর রাতে পানিট্যাঙ্কি সংলগ্ন গন্ডগোলজোতে গোপন সূত্রে খবর পেয়ে একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেই সময় ঘরে বসেই মাদক হাতবদল করছিল অভিযুক্তরা। ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার (Arrest) করে পুলিশ। তল্লাশি চালিয়ে ২১৬ গ্ৰাম ব্রাউন সুগার ও ১৪ বোতল নিষিদ্ধ কাফ সিরাফ উদ্ধার করা হয়। এরপর ৩ অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় খড়িবাড়ির থানায়। ধৃতরা হল সাগর মহন্ত, মহম্মদ মহিত ও রাকেশ কুমার। সাগর ও মহিত পানিট্যাঙ্কির বাসিন্দা এবং রাকেশ কুমার বিহারের বাসিন্দা। মঙ্গলবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে (Siliguri Courtroom) পাঠিয়েছে পুলিশ (Khoribari Police)। ধৃতদেত রিমান্ডে নিয়ে মাদক কারবার চক্রের কিনারা করতে চাইছে খড়িবাড়ির থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *