উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খড়গপুরে (Kharagpur Case) প্রবীণ বামনেতা অনিল দাসকে রাস্তার উপর মারধরের ঘটনায় তৃণমূল (TMC) নেত্রী বেবি কোলেকে আটক করল পুলিশ। ঘটনায় খড়গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই প্রবীণ নেতা। এরপরই অভিযুক্ত তৃণমূল নেত্রীকে আটক করা হয়।
সোমবার খড়গপুরে রাস্তার উপর প্রবীণ নেতা অনিল দাসকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বেবি কোলে ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। একটি দেওয়াল ভাঙাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। অভিযোগ, এক ব্যক্তির বাড়ির পাঁচিল জোর করে ভেঙে দিয়েছিলেন তৃণমূল নেত্রী বেবি কোলে। সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন অনিল দাস। তার জেরেই তাঁকে মারধর করা হয়েছে বলে দাবি। শুধু মারধরই নয়, তাঁকে জুতোপেটাও করা হয় বলে অভিযোগ। বাঁচতে রাস্তার পাশে একটি রংয়ের দোকানে ঢুকে পড়েছিলেন ওই প্রবীণ নেতা। সেখানেও তাঁকে মারধর করা হয়। জামাকাপড় ছিঁড়ে যায় অনিলবাবুর।
ঘটনায় গতকাল সন্ধ্যায় প্রতিবাদ সভা করে খড়গপুরের নাগরিক মঞ্চ। মারধরের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূলও। বিজেপি (BJP), সিপিএম (CPM) সব স্তর থেকেই নিন্দার ঝড় ওঠে। গতকালই ওই তৃণমূল নেত্রীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ছেড়ে দেওয়া হয়। এদিন ফের তাঁকে থানায় নিয়ে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই আটক করা হয়। বেবি কোলের বিরুদ্ধে মারধর, শারীরিক হেনস্তা সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অন্যদিকে, বেবি কোলেও অনিল দাসের বিরুদ্ধে আর্থিক প্রতারণা, জালিয়াতি সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছেন বলে খবর। এবিষয়ে পুলিশের তরফে জানানো হয়েছে, সবদিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।