Khalid Jamil | ভারতীয় ফুটবল দলের হেড কোচের পদে খালিদ জামিল, ১৩ বছর পর দায়িত্বে কোনও দেশীয় কোচ

Khalid Jamil | ভারতীয় ফুটবল দলের হেড কোচের পদে খালিদ জামিল, ১৩ বছর পর দায়িত্বে কোনও দেশীয় কোচ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতের জাতীয় ফুটবল দলের হেড কোচের পদে নিযুক্ত হলেন খালিদ জামিল। ২০১১-১২ মরসুমের পর এই প্রথম কোনও ভারতীয় কোচ জাতীয় দলের দায়িত্ব পেলেন। মানোলো মার্কেজের স্থলাভিষিক্ত হলেন জামিল। প্রসঙ্গত, প্রায় একবছরের বেশি সময় ধরে জয়ের মুখ না দেখার পর গত মাসে পদত্যাগ করেন মানোলো।

জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে জামিলের সঙ্গে ছিলেন প্রাক্তন জাতীয় কোচ স্টিফেন কনস্টানটাইন এবং স্লোভাকিয়ান স্টেফান তারকোভিচ। জাতীয় দলের পরিচালক সুব্রত পালের সঙ্গে পরামর্শ করার পর ২২ জুলাই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) টেকনিক্যাল কমিটি ৩ জনের এই তালিকাটি চূড়ান্ত করে। সেখান থেকেই অবশেষে বেছে নেওয়া হয় খালিদ জামিলকে।

প্রসঙ্গত, কমিটি এমন একজন কোচকে দলের দায়িত্বে চাইছিল যিনি দলের সাংস্কৃতিক ও উন্নয়নমূলক প্রেক্ষাপটের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন। অবশেষে ১ অগাস্ট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি জামিলের নিয়োগ নিশ্চিত করে। তবে বাজেট সংক্রান্ত উদ্বেগও ফেডারেশনের এই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে বলে মনে করা হচ্ছে। কারণ ফেডারেশনের (AIFF) আয় ২০২৩ সালে ১৩৭.৭৪ কোটি টাকা থেকে কমে ২০২৪ সালে ১১০.৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। এদিকে ইগর স্টিমাকের চুক্তি বাতিল করতে ৪০০,০০০ মার্কিন ডলার দিতে হয়েছে। এই পরিস্থিতিতে, একজন অভিজ্ঞ ভারতীয় কোচ নিয়োগ করা আর্থিক এবং ফুটবলের উন্নতি, উভয় ক্ষেত্রেই যুক্তিসঙ্গত বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *