উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : কসবাকাণ্ডে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট ও কেস ডায়ারি তলব করল কলকাতা হাইকোর্ট। এফআইআর দায়েরের পর তদন্ত কতটা এগিয়েছে, তা জানতে চায় আদালত। ১০ জুলাইয়ের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে।
সাউথ ক্যালকাটা ল’ কলেজে ধর্ষণের ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। বৃহস্পতিবার মামলার শুনানিতে রাজ্যকে তদন্ত রিপোর্ট এবং কেস ডায়ারি জমা দেওয়ার নির্দেশ দেয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ।
কসবায় ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে আগে থেকে অভিযোগ সত্ত্বেও কেনও পুলিশ ব্যবস্থা নেয়নি, একজন প্রাক্তনী কীভাবে কলেজে প্রবেশাধিকার পান, বৃহস্পতিবার সেই প্রশ্ন করেন বিচারপতি। এবিষয়ে রাজ্য ও কলেজ কর্তৃপক্ষকে রিপোর্ট জমা দিতে হবে। এছাড়া ছাত্র সংসদের নির্বাচন না হলে ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন। এদিন থেকেই ইউনিয়ন রুমে তালা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি।
কসবার সাউথ ক্যালকাটা ল’ কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য। অন্যতম অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, গত ২৫ জুন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে কলেজ ক্যাম্পাসে ধর্ষণের ঘটনাটি ঘটে। নির্যাতিতা অভিযোগপত্রে অভিযুক্তদের চিহ্নিত করেছেন ‘জে’, ‘এম’, এবং ‘পি’ নামে। নির্যাতিতা জানিয়েছেন, প্রথমে ইউনিয়ন রুমের ভিতরে তাঁর সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে রক্ষীর ঘরে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে মনোজিৎ। বাইরে পাহারায় ছিল বাকি দুজন। কলেজের মেন গেট বন্ধ করে দেওয়া হয়েছিল। ছাত্রীকে বেরোতে দেওয়া হয়নি। রক্ষীর কাছে তিনি সাহায্য চেয়েও পাননি। এই ঘটনার পর শিক্ষাপ্রতিষ্ঠানে আদৌ কোনও সুরক্ষা আছে কিনা, উঠছে সেই প্রশ্ন।