উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কসবার আইন কলেজেই আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল কলকাতার রাজপথ। রবিবার গড়িয়াহাট থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল নাগরিক মঞ্চ। কিন্তু লেক মলের সামনে আটকে দেওয়া হয় সেই মিছিল। এরপর বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। নাগরিক মঞ্চের পাশাপাশি প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল অভয়া মঞ্চও। এদিনের এই মিছিলে পা মেলাতে দেখা গিয়েছে বিভিন্ন গণ সংগঠনকে। এর পাশাপাশি পথে নামতে দেখা যায় বিভিন্ন বিশিষ্ট জন থেকে সাধারণ মানুষদেরও। পুলিশ মিছিল আটকে দেওয়ায় তীব্র বিক্ষোভে ফেটে পড়তে দেখা যায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। এছাড়াও এদিনের এই প্রতিবাদ আন্দোলনে অংশগ্রহণ করতে দেখা যায় অভিনেতা দেবদূত ঘোষ, বাদশা মৈত্র সহ আরও একাধিক বিশিষ্ট জনকে।