Karnataka Gang-Raped | ভারতে বেড়াতে এসে তিন ব্যক্তির লালসার শিকার ইজরায়েলি পর্যটক! গণধর্ষণের অভিযোগ হোমস্টে মালকিনকেও

Karnataka Gang-Raped | ভারতে বেড়াতে এসে তিন ব্যক্তির লালসার শিকার ইজরায়েলি পর্যটক! গণধর্ষণের অভিযোগ হোমস্টে মালকিনকেও

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার ২৭ বছরের ইজরায়েলি পর্যটক (Israeli Vacationer)! বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে কর্ণাটকে (Karnataka Gang-Raped)। পাশাপাশি হোমস্টের মালিক এক যুবতীকেও গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার (Arrest) করেনি পুলিশ।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১১টা নাগাদ। হোমস্টের বাইরে তুঙ্গভদ্রা নদীর পাড়ে বসেছিলেন ওই ইজরায়েলি পর্যটক। পর্যটনস্থলের সৌন্দর্য উপভোগ করতে তাঁর সঙ্গেই নদীর পাড়ে বসেছিলেন আমেরিকার ড্যানিয়েল, মহারাষ্ট্রের পংকজ এবং ওডিশার বিভাস নামে তিন ব্যক্তি। হোমস্টের তরুণী মালকিনও তাঁদের সঙ্গেই ছিলেন। পুলিশ সূত্রে খবর, দুই মহিলাকে টার্গেট করার সময় তিন ব্যক্তি পর্যটকদের সঙ্গে হাতাহাতি হয় অভিযুক্তদের। তাঁদের নদীতে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে দু’জন ঝিল থেকে উঠে আসতে পারলেও বিভাস এখনও নিখোঁজ।

২৯ বছরের ওই হোমস্টের মালিক যুবতী তাঁর অভিযোগে জানিয়েছেন, অভিযুক্ত তিনজন তাঁকে এবং ইজরায়েলি পর্যটককে গণধর্ষণ করে। ঘটনার পর বাইকে চেপে এলাকা থেকে চম্পট দেয় অভিযুক্তরা। ইজরায়েলি পর্যটক ও হোমস্টে মালকিনের চিকিৎসা চলছে হাসপাতালে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *