উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক মাসে দ্বিতীয়বার। কৌতুকশিল্পী কপিল শর্মার কানাডার ক্যাফে (Kapil Sharma’s Canada Cafe)-তে চলল গুলি। বৃহস্পতিবার কপিল শর্মার (Kapil Sharma) ‘ক্যাপস ক্যাফে’ (Kap’s Cafe)-তে অন্তত ২৫ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। ওই হামলার পরই সোশ্যাল মিডিয়ায় গ্যাংস্টার গোল্ডি ঢিলোঁ ও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে দায় স্বীকার করা হয়।
সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়া ভিডিও (ভিডিও’র সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)-তে অন্তত ২৫ রাউন্ড গুলির শব্দ শোনা গিয়েছে। সেখানে বলা হচ্ছে- ‘আমরা ওকে (একজন ব্যক্তি) ফোন করেছিলাম, কিন্তু সে ফোনকল শুনতে পায়নি, তাই আমাদের ব্যবস্থা নিতে হল। যদি সে পরেরবারের ফোনকলটিও না শোনে, তাহলে পরবর্তী পদক্ষেপ শীঘ্রই মুম্বইতে নেওয়া হবে।’
এর আগে ১০ জুলাই ওই ক্যাফেতে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। তখন ক্যাফের ভিতরেই ছিলেন কর্মীরা। সেই সময়ে হামলার দায় স্বীকার করেছিল খলিস্তানি জঙ্গি হরজিত সিং লাড্ডি। সেই ঘটনায় এখনও পর্যন্ত দুষ্কৃতীরা অধরা। এদিনের ঘটনার তদন্ত শুরু করেছে কানাডা পুলিশ। মুম্বই পুলিশও আলাদা করে বিষয়টি তদন্ত করবে বলে জানা গিয়েছে।