উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লন্ডনে কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) ‘এমার্জেন্সি’ (Emergency) সিনেমা প্রদর্শনে খলিস্তানি সমর্থকদের বাধা দেওয়ার ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাল ভারত। ‘এমার্জেন্সি’ সিনেমা প্রদর্শনের সময় ব্রিটেনের একটি সিনেমা হলে ঢুকে বাধা দেয় খলিস্তানি সমর্থকরা। সিনেমা শুরু হওয়ার ৪০ মিনিট পরে আচমকাই প্রেক্ষাগৃহে ঢুকে তাণ্ডব শুরু করে দেয় তারা। মুখোশ পরা কয়েকজন হলের ভেতর ভারত বিরোধী স্লোগান দেওয়া শুরু করে। দর্শকদের মধ্যে শিখ দাঙ্গার লিফলেট বিলি করা হয়। এই ঘটনাপ প্রেক্ষিতে সিনেমার প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়। পুলিশ দর্শকদের নিরাপদে সিনেমাহল থেকে বের করে নিয়ে যায়। তবে পুলিশের তরফে জানানো হয়েছে বাক স্বাধীনতা সকলের আছে। যেহেতু কেউ জখম হয়নি, তাই বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনও মামলা করা হয়নি।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাক স্বাধীনতা কখনই বাছাই করে কার্যকর করা যায় না।’ ব্রিটেনের সরকার এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে বলেও আশা প্রকাশ করেন জয়সওয়াল। যদিও কনজার্ভেটিভ পার্টির সাংসদ বব ব্ল্যাকম্যান গতকালই বিষয়টি হাউস অফ কমন্সে উত্থাপন করেন। তিনি বলেন, ‘মুখোশধারী খলিস্তানি সন্ত্রাসবাদীরা উত্তর-পূর্ব লণ্ডনে সিনেমাহলে ঢুখে দর্শকদের ভয় দেখিয়েছে।’ তিনি ব্রিটেনের স্বরাষ্ট্র সচিবকে বিষয়টিতে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন।