কান্দি: এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিশু সহ তিন বাইক আরোহীর। বুধবার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের কান্দি মহকুমার অন্তর্গত বড়ঞা এলাকায়। জানা গিয়েছে, এলাকার একটি সেতুর উপরে দ্রুত গতিতে আসা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সময় পিছন থেকে একটি ডাম্পার এসে ধাক্কা মারে বাইক দুটিতে। ঘটনাস্থলেই প্রাণ হারায় তিন বাইক আরোহী। বাইক আরোহীদের মাথায় হেলমেট ছিল না। প্রত্যক্ষদর্শীরা বলেন, “দুটি বাইকের বেপরোয়া গতি ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে। আর সেই সঙ্গে ওই ডাম্পার এসে ধাক্কা মারায় এমন বীভৎস ঘটনা ঘটে যায়। আমরা বিকট আওয়াজ শুনে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় সকলকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে পাঠাই।”
দুর্ঘটনায় মৃত তিনজনের মধ্যে কেবলমাত্র শিশু নেহা খাতুনের পরিচয় মিলেছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। এদিন দুর্ঘটনার কারণে ওই সড়কে দীর্ঘক্ষণ যানচলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি গুলিকে রাস্তা থেকে সরিয়ে থানায় নিয়ে গেলে, যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ দেহগুলিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে।