কালিয়াচক: আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজসহ একজনকে গ্রেপ্তার করল কালিয়াচক (Kaliyachak) থানার পুলিশ। ধৃতকে রবিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মিন্টু মণ্ডল (৪০) তার বাড়ি কালিয়াচক থানার ছোট সুজাপুর এলাকার নাজিরপুর জামা গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ রবিবার ভোর রাতে একটি অভিযান চালায় জামা গ্রামে। সেখানে মিন্টু মণ্ডলের বাড়িতে হানা দেয় তারা।
বাড়িতে তল্লাশি চালিয়ে সাদা গামছা দিয়ে মোড়া একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড আট এমএম কার্তুজ উদ্ধার হয়। মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে এলো? এর পিছনে কারা যুক্ত রয়েছে? জানতে তাদের খোঁজ চালানো হচ্ছে। ধৃতকে রবিবার পুলিশ হেপাজতে চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।