Kaliganj | ‘রাজ্য পুলিশে ভরসা নেই, চাই সিবিআই তদন্ত,’ দাবি তামান্নার মায়ের

Kaliganj | ‘রাজ্য পুলিশে ভরসা নেই, চাই সিবিআই তদন্ত,’ দাবি তামান্নার মায়ের

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কালীগঞ্জ উপনির্বাচনে (Kaliganj By Ballot 2025) জয়ের পর, তৃণমূলের (TMC) বিজয় মিছিল থেকে ছোড়া সকেট বোমায় প্রাণ হারিয়েছে বছর নয়ের তামান্না। মেয়ের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি জানালেন শোকাতুর মা। যদিও ইতিমধ্যেই গোটা ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। তবুও মেয়ের মৃত্যুর জন্য যে বা যারা দায়ী তাদের উচিত শাস্তি দিতে রাজ্য পুলিশের ওপর ভরসা নেই নিহতের মায়ের।

তামান্নার মা এবং পরিবারের বাকি সদস্যরা জানিয়েছেন, ‘বাম সমর্থক পরিবারগুলিকে টার্গেট করেই এই হামলা। শুধু তমান্নার বাড়ি নয়, একাধিক বাড়িতে বোমা ছোড়া হয়েছে। এটা নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পিত হামলা। রাজ্য পুলিশ দিয়ে তদন্ত হলে প্রকৃত অপরাধীদের আড়াল করা হতে পারে। তাই সিবিআই তদন্ত হওয়া দরকার।’

তামান্নার মায়ের সুরে সুর মিলিয়ে বিজেপি (BJP) ও সিপিআইএম-এর (CPIM) পক্ষ থেকে ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে বলা হয়েছে, ‘রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হামলা। দোষীদের সাজা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *