Kajol | নামের সঙ্গে কেন পদবি ব্যবহার করেন না কাজল? কারণ ফাঁস করলেন অভিনেত্রী

Kajol | নামের সঙ্গে কেন পদবি ব্যবহার করেন না কাজল? কারণ ফাঁস করলেন অভিনেত্রী

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মা তনুজা ছিলেন একজন সফল অভিনেত্রী। বাবা শোমু মুখার্জিও ছিলেন পরিচালক। পুরোপুরি চলচ্চিত্র পরিবারেরই মেয়ে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল (Kajol)। কিন্তু তা সত্ত্বেও অভিনয় জীবনের প্রথম থেকেই নিজের পদবি (Final Title) ব্যবহার করেননি তিনি। এমনকি বিয়ের পরেও স্বামীর পদবিও ব্যবহার করেননি অভিনেত্রী। এমনকি এতগুলো বছর পেরিয়ে গেলেও তিনি পরিচিতি পান শুধুমাত্র ‘কাজল’ নামেই। তবে কেন তিনি নিজের পদবি ব্যবহার করেন না? সেই প্রশ্নের জবাব এবার নিজেই দিলেন অভিনেত্রী।

সম্প্রতি এক অনুষ্ঠানে এসে কাজল জানান, বলিউডে পা রাখার সময় মা তনুজা তাঁকে প্রশ্ন করেছিলেন পদবি ব্যবহারের বিষয়ে। কিন্তু তখনই তা প্রত্যাখান করেন কাজল। পারিবারিক পরিচিতির জোরে দর্শক মনে জায়গা করতে চাননি তিনি। কাজলের কথায়, ‘আসলে এটা আমার একান্ত নিজের সিদ্ধান্ত ছিল। মা বলেছিলেন আমার দাদু এবং দিদার তরফেও পারিবারিক পরিচিতি খুব জোরালো। সেটা আমি ব্যবহার করতে চাই কি না। কিন্তু আমি চেয়েছিলাম নিজের প্রতি সৎ থাকতে। কোনও বংশের বা পরিবারের নামের ভার আমার উপর যেন না থাকে সেটাই চেয়েছিলাম। সেকারণেই আমি আমার নাম শুধুমাত্র ‘কাজল’ ব্যবহার করারই সিদ্ধান্ত নিয়েছিলাম। যাতে আমার উপর আলাদা করে কোনও চাপ না থাকে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *