উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : রহস্যমৃত্যু হল ওডিশার র্যাপার অভিনব সিং ওরফে জাগারনটের। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গালুরুর একটি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট থেকে ৩২ বছর বয়সী এই র্যাপারের দেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিষপান করে আত্মহত্যা করেছেন অভিনব। রবিবার রাতে ঘটনাটি ঘটে। ইতিমধ্যে এই ঘটনায় বেঙ্গালুরুর মারাঠাহাল্লি থানায় একটি মামলা দায়ের হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
আরেকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাঁর বিরুদ্ধে স্ত্রী’র তোলা মিথ্যা অভিযোগ নিয়ে অবসাদে ভুগছিলেন জাগারনট। মৃতের পরিবারের অভিযোগ, অভিনবকে মানসিক নির্যাতন করত তাঁর স্ত্রী। সেকারণে তিনি বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন।
ময়নাতদন্তের পর অভিনবের মরদেহ তাঁর ওডিশার বাড়িতে পাঠানো হয়। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ওডিশার লালবাগ থানায় অভিযোগ দায়ের করেছে অভিনবের পরিবার। তাঁরা তদন্তের দাবি জানিয়েছেন।