J&K Cloudburst | জম্মু-কাশ্মীরের রামবানে মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যয়, মৃত অন্তত ৩, নিখোঁজ একাধিক

J&K Cloudburst | জম্মু-কাশ্মীরের রামবানে মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যয়, মৃত অন্তত ৩, নিখোঁজ একাধিক

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলির পর এবার জম্মু-কাশ্মীরের (J&K Cloudburst) রামবান। প্রাকৃতিক দুর্যোগের যেন বিরাম নেই। শনিবার মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় নেমে আসে রামবান (Ramban) এলাকায়। মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের। নিখোঁজ ৪।

শ্রীনগর (Srinagar) থেকে ১৩৬ কিলোমিটার দূরে অবস্থিত রামবান এলাকা। মেঘভাঙা বৃষ্টির ফলে এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দেয়। যার ফলে একাধিক ঘর-বাড়ি জলের তোড়ে ভেসে গিয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থানে দল পাঠানো হয়েছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।

ক’দিন আগেই মেঘভাঙা বৃষ্টিতে বড় বিপর্যয় নেমে আসে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার (Kishtwar) জেলার চাসোটি গ্রামে। মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নেমে আসে। এই ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়। জখম হন অনেকে। টানা বৃষ্টিতে ভূস্বর্গে কোথাও হড়পা, কোথাও আবার ধস নেমেছে। রাস্তাঘাট বন্ধ। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। ভারী বৃষ্টির কারণে সম্প্রতি ধস নেমেছে বৈষ্ণোদেবীর যাত্রাপথেও। মঙ্গলবারই বন্ধ হয়ে গিয়েছে বৈষ্ণোদেবী যাত্রা (Vaishno Devi Yatra)। দুর্যোগে বাড়ছে মৃত্যুও। শুধু জম্মু-কাশ্মীর নয়, টানা বৃষ্টি, এবং হড়পা বানের কারণে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশও প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে। বৃহস্পতিবার রাতে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ এবং চামোলি জেলায় মেঘভাঙা বৃষ্টিতে একাধিক পরিবার ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছে। ইতিমধ্যে সেনা, এনডিআরএফ, এসডিআরএফের তরফে উদ্ধারকাজ শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *