Jalpaiguri | হাতে গোনা ক’দিন পরই পুজো, এখনও বোনাস অধরা, বিক্ষোভ চা শ্রমিকদের

Jalpaiguri | হাতে গোনা ক’দিন পরই পুজো, এখনও বোনাস অধরা, বিক্ষোভ চা শ্রমিকদের

শিক্ষা
Spread the love


নাগরাকাটা: পুজোর আর হাতে গোনা ক’দিন বাকি। অথচ এখনো বোনাসতো মেলেইনি, উপরন্তু বকেয়া আছে মজুরিও। এনিয়ে ক্ষুব্ধ জলপাইগুড়ি (Jalpaiguri)-র নাগরাকাটার (Nagrakata) গ্রাসমোড় চা বাগানের (Grassmore Tea Backyard) শ্রমিকরা। সোমবার বাগানের অফিসের সামনে বিক্ষোভে শামিল হন তাঁরা। দ্রুত মজুরি-বোনাস নিয়ে ফয়সালা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

শ্রমিকদের বক্তব্য, তাঁদের অগাস্ট ও সেপ্টেম্বর মাসের মজুরি বকেয়া পড়ে আছে। পরিচালকরা শুধু আজ দেবো, কাল দেবো করে ঘোরাচ্ছেন। বাগানের সন্তোষ ভুজেল নামে এক শ্রমিক নেতা বলেন, ‘এভাবে কতদিন চলা যায়। বাধ্য হয়ে শ্রমিকদের আন্দোলনে নামতে হয়েছে।’ সুকুরমুনি ওরাওঁ নামে এক শ্রমিকের কথায়, ‘একদিকে মজুরি বকেয়া। অন্যদিকে পুজোর হাতে গোনা ক’দিন বাকি থাকলেও বোনাসও দেওয়া হয়নি। মালিক ১৫ শতাংশ হারের বোনাসের কথা জানিয়েছিল। সব বাগানে ২০ শতাংশ দিচ্ছে। তাহলে আমরা কম বোনাস নেব কেন?’ কৌশল্যা ভুজেল নামে আরেক শ্রমিকের কথায়, ‘বোনাস তো অনেক দূরের কথা। মজুরিটুকুও পাচ্ছিনা। পুজার মুখে এরকম চললে আমরা বেঁচে থাকব কি করে?।’ যদিও এবিষয়ে বাগান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *