জলপাইগুড়ি: শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এবছর জলপাইগুড়ি জেলা থেকে রাজ্য সরকারের শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হল নাগরাকাটার ঘাসমারি স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভজিৎ দত্ত ও সাহুডাঙ্গিহাট পিকে রায় হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরীকে। গত বৃহস্পতিবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁদের ওই সন্মাননা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব মনোজ পন্থ, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মাদ্রাসা শিক্ষামন্ত্রী তজমল হুসেন, কারিগরী শিক্ষামন্ত্রী ইন্দ্রনীল সেন সহ প্রশানের অন্যান্য শীর্ষ কর্তা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও উপাচার্যরা।
এই প্রসঙ্গে শুভজিৎ বলেন, ‘দায়িত্ব আরও বেড়ে গেল। কর্তব্যে কোনও গাফিলতি রাখতে চাই না।’ অপরদিকে প্রদীপের বক্তব্য, ‘আগামীতেও নিজের সেরাটুকু দিতে এক বিন্দুও ত্রুটি রাখতে চাই না। ছাত্রছাত্রীদের প্রকৃত মানুষ করাই মূল লক্ষ্য।’