জলপাইগুড়ি: ‘নায়ক’ সিনেমায় অভিনেতা অনিল কাপুর ২৪ ঘন্টার জন্য মুখ্যমন্ত্রী পদ পেয়ে রাজ্যের শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছিলেন। সিনেমার গল্পের মতো বাস্তবে কোনও রাজ্যে সেই পরিবর্তন আনা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন থাকলেও, দর্শকরা আজও তার অভিনয় মনে রেখেছে। খানিকটা একইভাবে সোমবার পুলিশ দিবসে দশম শ্রেণীর ছাত্রী প্রিয়দত্তা গুহ একঘন্টার জন্য কোতয়ালির থানা পরিচালনার জন্য ইন্সপেক্টর ইনচার্জের (আইসি) দায়িত্ব পেয়েছিলেন। অনিল কাপুরের মতো তিনি প্রশাসনিক ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার চেষ্টা না করলেও, পুলিশদের প্রতিদিন কি কাজ করতে হয়, তার একটা প্রাথমিক ধারণা পেয়ে আপ্লুত ইংরাজি মাধ্যম স্কুলের ছাত্রী প্রিয়দত্তা।
থানার আইসি-র চেয়ারে বসে প্রিয়দত্তা যেমন কমিউনিটি পুলিশিংয়ের ফাইল ঘেটে দেখল, তেমনই ওই সময় থানায় অভিযোগ জানাতে আসা সাধারণ মানুষের সমস্যার কথা শুনে নিজের মতো করে পরামর্শ দেওয়ারও চেষ্টা করল। পুলিশ দিবস উদযাপনে জলপাইগুড়ি জেলা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক থেকে শুরু করে অভিবাবকরা। জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত বলেন, ‘আজ জেলার প্রতিটি থানায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশ দিবস উদযাপন করা হয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে পুলিশ সম্পর্কে ধারণা দিতেই আমরা একঘন্টার আইসি অনুষ্ঠানের আয়োজন করেছিলাম।‘