Jaipur bomb risk | অপারেশন সিঁদুরের বদলা! জয়পুরের মানসিং স্টেডিয়ামে বিস্ফোরণের হুমকি ইমেল  

Jaipur bomb risk | অপারেশন সিঁদুরের বদলা! জয়পুরের মানসিং স্টেডিয়ামে বিস্ফোরণের হুমকি ইমেল  

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইমেলে জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামকে উড়িয়ে দেওয়ার হুমকি। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেডিয়াম চত্বরে। গত চারদিন আগে একই হুমকি ইমেল মারফত এসেছিল স্টেডিয়াম কর্তৃপক্ষের অফিসিয়াল ইমেলে। ইমেলটি কোথা থেকে এসেছে সে বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে। সাইবার টিমকেও সতর্ক করা হয়েছে। বর্তমানে স্টেডিয়ামটি বন্ধ করে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এদিন সকালে জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে বিস্ফোরণ ঘটিয়ে উঁড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় স্টেডিয়াম কর্তৃপক্ষের অফিসিয়াল ইমেলে। ইমেলে লেখা হয়েছিল, ‘অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনে এই স্টেডিয়াম বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে, ‘পারলে সকলকে বাঁচান।’ এই বার্তা পাওয়ার পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের ক্যুইক রেসপন্স টিম, বম্ব স্কোয়াড। শুরু হয় তল্লাশি। ঘটনাস্থলে আসে ডগ স্কোয়াড ও বম্ব স্কোয়াড। স্টেডিয়াম ও আশপাশের এলাকাতে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। যদিও এখনও তল্লাশি জারি রয়েছে। বর্তমানে স্টেডিয়ামটি বন্ধ করে দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ললিত শর্মা বলেন, “স্টেডিয়াম কর্তৃপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে মেইলটি পাঠানো হয়েছে। স্টেডিয়ামটি খালি করা হয়েছে। ডগ স্কোয়াড ও বম্ব স্কোয়াড তল্লাশি চালাচ্ছে। ইমেলটি কোথা থেকে এসেছে সে বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে। সাইবার টিমকেও সতর্ক করা হয়েছে।”

উল্লেখ্য, গত ৭ মে বোমাতঙ্কের ভুয়ো মেল এসেছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। ৮ মে বোমাতঙ্ক ছড়িয়েছিল সাওয়াই মানসিং স্টেডিয়ামে। যদিও তল্লাশি চালিয়ে সেবার কিছুই পাওয়া যায়নি সেখানে। এরই মধ্যে দ্বিতীয়বার বোমাতঙ্ক ছড়াল একই স্টেডিয়ামে।

এদিকে ভারত-পাকিস্তান যুদ্ধ আবহে ফের শুরু হতে চলেছে আইপিএল। আগামী ১৬ বা ১৭ মে থেকে পুনরায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে। এরজন্য বেছে নেওয়া হয়েছে দেশের তিনটি স্টেডিয়ামকে। ফাইনাল ম্যাচ হতে পারে ৩০ এপ্রিল। এই পরিস্থিতিতে ফের স্টেডিয়ামে বোমাতঙ্কের ঘটনায় প্রভাব পড়তে পারে আইপিএলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *