জয়পুর: হিন্দু-হিন্দুত্ব নিয়ে কংগ্রেস ও বিজেপি নেতাদের বাগযুদ্ধ নতুন নয়। এই ইস্যুতে একাধিকবার সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। এবার বিজেপিকে নিশানা করতে গিয়ে সেই হিন্দু-হিন্দুত্ব বিতর্ককে টেনে আনলেন তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর। রবিবার রাজস্থানের জয়পুরে আয়োজিত সাহিত্য উৎসবে বক্তব্য রাখতে গিয়ে থারুর হিন্দু-হিন্দুত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে স্বামী বিবেকানন্দের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, ‘হিন্দু ধর্মে কিছু মানুষ ব্রিটিশ ফুটবল গুন্ডাদের মতো আচরণ করছে। তাদের পছন্দের দলকে সমর্থন না করলেই হিংসা ছড়াচ্ছে। এই লোকেরা বলছে, তুমি আমার দলকে সমর্থন করো, নয়তো আমি তোমার মাথায় আঘাত করব। জয় শ্রী রাম বলো, না হলে আমি তোমাকে চাবুক মারব।’ থারুরের বক্তব্য, ‘এটা হিন্দুধর্ম নয়। হিন্দু ধর্মের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।’ ভালো হিন্দুর সংজ্ঞা ব্যাখ্যা করতে গিয়ে স্বামী বিবেকানন্দের কথা উল্লেখ করেন তিনি। থারুর বলেন, ‘একজন ভালো হিন্দু হওয়ার চারটি উপায় রয়েছে। প্রথমটি হল জ্ঞান-যোগ। এর মাধ্যমে আপনি পড়াশোনা এবং জ্ঞানের আলোয় আধ্যাত্মিক ধারণাগুলি সম্পর্কে জানতে পারবেন। ভক্তি-যোগ বেশিরভাগ মানুষ করে থাকেন। এরপর রয়েছে রাজ-যোগ, যা ধ্যান বা অনুসন্ধানের মধ্য দিয়ে অন্তরের সত্যকে প্রকাশিত করে। শেষটি কর্ম-যোগ। এটি আসলে মানব সেবার মাধ্যমে ঈশ্বরের উপাসনা। আমার পথই একমাত্র পথ, একথা হিন্দু ধর্মে বলা যায় না।’