উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ “সুযোগ পেলেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেইকে হত্যা করতাম।” সংবাদমাধ্যমে এমনই মন্তব্য করেছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ। বৃহস্পতিবার সন্ধ্যায় ইজরায়েলের এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারের সময় কাটজ বলেন, “যদি খামেনেই আমাদের নজরে থাকতেন, তাহলে আমরা তাকে বের করে আনতাম, এবং তাকে হত্যা করতাম। ইজরায়েলের সেনা তাকে অনুসন্ধান করেছে।”
ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, “খামেনেই বিপদ বুঝতে পেরে আত্মগোপন করেছেন। এমনকী নিজেদের কমান্ডারদের সঙ্গেও তিনি যোগাযোগ রাখতেন না। সেকারণেই আমরাও তাঁর হদিশ শেষ পর্যন্ত পাইনি। তবে যেহেতু যুদ্ধবিরতি চলছে, তাই আমরাও এখন আর সেসব ভাবছিনা। কারণ যুদ্ধবিরতির আগে এবং যুদ্ধবিরতির পরে পার্থক্য রয়েছে”। কাটজের আরও বক্তব্য, ইজরায়েল ইরানের উপর তার আকাশ শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে এবং তারা আবারও আক্রমণের জন্য প্রস্তুত। তিনি বলেন,”আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেব না এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হুমকিও দিতে দেব না।”