Israel-Iran | ইজরায়েলি হামলার নিন্দায় বিবৃতি প্রকাশ আন্তর্জাতিক মঞ্চের, কী অবস্থান ভারতের? 

Israel-Iran | ইজরায়েলি হামলার নিন্দায় বিবৃতি প্রকাশ আন্তর্জাতিক মঞ্চের, কী অবস্থান ভারতের? 

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৯ টি দেশের মিলিত আন্তর্জাতিক মঞ্চ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO)। এই মঞ্চের সদস্য দেশগুলি হল ভারত, পাকিস্তান, ইরান, চিন, কাজাখস্তান, কিরগিজস্তান,উজবেকিস্তান, তাজিকিস্তান এবং রাশিয়া। এই মঞ্চের তরফে একটি বিবৃতি দিয়ে ইরানের ওপর ইজরায়েলের হামলার নিন্দা জানান হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই বিবৃতি থেকে দূরত্ব বজায় রেখে এই বিষয়ে পৃথকভাবে একটি বিবৃতি প্রকাশ করেছে ভারত। এসসিও-র বিবৃতি নিয়ে কোনও প্রকার আলোচনায় ভারত যোগ দেয়নি বলেও জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে।

প্রসঙ্গত, ইজরায়েলের তরফে গত শুক্রবার ইরানের পরমাণু কেন্দ্রগুলিকে লক্ষ করে আক্রমণ চালান হয়। যার প্রত্যাঘাত করে ইরানও। শনিবারও অব্যাহত রয়েছে এই সংঘর্ষ। এই আবহেই এসসিও-র তরফে বিবৃতি প্রকাশ করে ইজরায়েলি হামলার কড়া নিন্দা জানান হয়। আন্তর্জাতিক এই মঞ্চের ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করে জানান হয়, ইজরায়েলের এই হামলা ইরানের সার্বভৌমত্বের পরিপন্থী। অসামরিক জায়গায় হামলা চালানোর কারণে বহু সাধারণ মানুষের মৃত্যু ঘটেছে যা আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রপুঞ্জের নিতীর বিরুদ্ধাচরণও বটে। এই হামলার ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। ইরান সরকার এবং সেখানকার সাধারণ মানুষের প্রতি সমবেদনাও জানান হয় এই বিবৃতিতে।

এসসিও-র এই বিবৃতি প্রকাশ্যে আসার পরেই ভারতীয় বিদেশ মন্ত্রক পৃথক একটি বিবৃতি প্রকাশ করে। সেই বিবৃতিতে জানান হয়, ইজরায়েল-ইরানের এই সংঘর্ষ নিয়ে ভারত শুক্রবারেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল এবং এখনও সেই অবস্থানেই রয়েছে। যুযুধান দুপক্ষকেই কূটনৈতিক পদক্ষেপ এবং পারস্পারিক আলোচনার মধ্য দিয়েই এই পরিস্থিতির মোকাবিলা করার আহ্বান জানিয়েছিল ভারত। শুক্রবার এই বিষয়ে ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে কথাও হয় ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। সেখানেও তিনি ইরানের বিদেশ মন্ত্রীকে পারস্পারিক আলোচনার মাধ্যমে কূটনৈতিক স্তরে এই সমস্যা সমাধানের প্রস্তাব দেন। বিবৃতিতে আন্তর্জাতিক মঞ্চ গুলিকেও একই ধরনের পদক্ষেপ গ্রহণ করার প্রস্তাব দিয়েছে ভারত।

উল্লেখ্য, ভারতীয় বিদেশ মন্ত্রক দ্বারা প্রকাশিত এই বিবৃতিতে সরাসরিভাবে ইজরায়েলি হামলার কোনও নিন্দা করা হয়নি। প্রসঙ্গত, শুক্রবারে ইরানের সামরিক এবং পরমাণু কেন্দ্রগুলিতে হামলার পর, সামগ্রিক বিষয়টি সম্পর্কে অবহিত করতে মোদিকে ফোন করেছিলেন নেতানিয়াহু। সূত্রের খবর, সেই ফোনালাপে নেতানিয়াহুকে আঞ্চলিক শান্তি বজায় রাখার বার্তা দিয়েছিলেন মোদি। এছাড়াও সেদিন তাঁদের মধ্যে পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতি নিয়েও বিশদে আলোচনা হয় বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *